ICC World Test Championship: প্রোটিয়াদের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 13, 2022 | 3:04 PM

দ্য ওভালে তৃতীয় টেস্টে ইংল্যান্ড ৯ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাতেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

ICC World Test Championship: প্রোটিয়াদের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল
Image Credit source: Twitter

Follow Us

দুবাই: দক্ষিণ আফ্রিকার হারে ভারতের ফায়দা। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship)। ওভালের তৃতীয় টেস্টে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড (England Beat SA)। এতে ভারতীয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে। ২০২৩ সালের টেস্টের সেরা দল হওয়ার লক্ষ্যে দারুণভাবে এগোচ্ছে। অজিরা ছাড়া ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে আরও ছয় টিম। গতবারের রানার্স টিম ভারত (Team India) আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আদৌ খেলার সুযোগ পাবে কিনা তা এখনই বলার মতো জায়গায় নেই। হাতে বেশ কিছুটা সময়। এর মধ্যে পয়েন্ট তালিকায় বড় হেরফের হতেই পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা হেরে ভারতের ফাইনালে যাওয়ার পথ কিছুটা হলেও প্রশস্ত করেছে। প্রোটিয়াদের হারে ভারত এই মুহূর্তে তালিকার চার নম্বরে। জয়ের হার ৫২.০৮ শতাংশ।

এই পরিস্থিতিতে কী কী করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত?

১. বাংলাদেশ (দুই ম্যাচের টেস্ট সিরিজ, অ্যাওয়ে) ও অস্ট্রেলিয়া (চার ম্যাচের টেস্ট সিরিজ, হোম)-র বিরুদ্ধে মোট ছয়টি টেস্ট খেলবে ভারত।

২. বছরের শেষদিকে বাংলাদেশ সফরে রোহিতদের ভালো পারফরম্যান্স এবং বর্ডার গাভাসকর সিরিজের ইতিবাচক ফলাফল ভারতীয় দলের ফাইনালে যাওয়ার পথ খুলে দেবে।

৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের রেকর্ড অনবদ্য। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলকেই লাল বলের ফরম্যাটে হারাতে পারলে পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারতকে কেউ রুখতে পারবে না।

৪. ২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি অজিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য হার এড়ানোর চেষ্টা করবেন প্যাট কামিন্সরা।

দশটি টেস্ট খেলে ছয়টি জয়। শীর্ষস্থানাধিকারী অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ ৭০। পয়েন্ট ৮৪। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। জয়ের হার ৬০, পয়েন্ট ৭২। তৃতীয়স্থানে বিরাজ করছে শ্রীলঙ্কা। ১০টি ম্যাচে পাঁচটিতে জয়, চার ম্যাচে হার ও একটি ড্র। জয়ের শতকরা হার ৫৩.৩৩। চতুর্থ স্থানে থাকা ভারত খেলেছে ১২টি টেস্ট। ৬টিতে জয়, ৪ টেস্টে হার ও দুটি ড্র। রোহিত শর্মাদের জয়ের হার ৫২.০৮ শতাংশ এবং পয়েন্ট ৭৫।

Next Article