দুবাই: দিন চারেক আগে ঘোষণা করেছিলেন টি-২০ বিশ্বকাপের পর কুড়ি ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন না। আইপিএল ১৪-র দ্বিতীয় পর্বে যাত্রা শুরুর আগে বিরাটের ঘোষণা, পরবর্তী আইপিএলেও আর ক্যাপ্টেন্সি করবেন না। আরসিবির হয়ে খেলা চালিয়ে যাবেন। অতিরিক্ত চাপ কমাতেই এমন সিদ্ধান্ত কোহলির।
আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিরাটের প্রথম লক্ষ্যই রানে ফেরা। দীর্ঘদিন রানের মধ্যে নেই। টি-২০ বিশ্বকাপের আগে রানে ফিরতে আইপিএলই প্রস্তুতির জায়গা। ২০১৩ সাল থেকে আরসিবির হয়ে অধিনায়কত্ব করছেন। আইপিএলের প্রথম সংস্করণ থেকে আরসিবির হয়ে খেললেও কখনও খেতাব জিততে পারেননি। সেই খরাই এ বার মেটাতে মরিয়া কোহলি। আইপিএলে শেষ বার অধিনায়কত্ব করছেন, ট্রফিটা জিতেই মরসুম শেষ করতে চান বিরাট।
দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর আগে সুপার ওভার অনুশীলন করলেন ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, হর্ষল প্যাটেলরা। আরসিবি টিম ম্যানেজমেন্টের ধারণা, এই বিশেষ অনুশীলনে ব্যাটিং-বোলিং উভয় ইউনিটই বেশ শক্তিশালী হয়।
Bold Diaries: Super Over Simulation: RCB A v RCB B
Super overs are always thrilling and this one between Team Akash Deep vs Team Shahbaz Ahmed went down to the wire. Watch it unfold ball by ball on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/relAlqp0Jg
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সামনে কলকাতা নাইট রাইডার্স (KKR)। পয়েন্ট টেবিলে মোটেই ভালো জায়গায় নেই মর্গ্যানরা। প্যাট কামিন্স না থাকায় আরও চাপে নাইটরা। বিরাটরা ৭ ম্যাচ খেলে এখনও প্রথম চারেই আছেন। মরুশহরে বিশ্বকাপের প্রস্তুতিটা প্রথম দিন থেকেই সেরে রাখতে চান কোহলি। ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ডিভিলিয়ার্স (AB De Villiers), কোহলি সমৃদ্ধ আরসিবি আইপিএল চোদ্দর প্রথম পর্বে বিপক্ষের ঘুম কেড়ে নিয়েছিল। ৭ ম্যাচে ২২৩ রান করেছেন ম্যাক্সওয়েল। অজি বিগ হিটারও চাইবেন বিশ্বকাপের প্রস্তুতিটা আইপিএলেই সেরে ফেলতে। আর ডিভিলিয়ার্স তো অপেক্ষা করেই থাকেন আইপিএলে নিজের মেগা শোয়ের জন্য।
আরসিবির বোলিং ইউনিটও বেশ শক্তিশালী। পেস আক্রমণে কাইল জেমিসনের সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল আর নভদীপ সাইনি। স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছেও বাড়তি চ্যালেঞ্জ আইপিএলে। বিশ্বকাপের দলে সুযোগ পাননি। সেই জ্বালাটাই আরসিবির জার্সিতে মেটাতে মরিয়া এই লেগস্পিনার। এ দিকে আজই নতুন জার্সিতে খেলতে নামবেন কোহলিরা। কোভিড পরিস্থিতিতে ফ্রন্টলাইন ওয়ার্কারদের উৎসর্গ করেই এই জার্সিতে খেলবেন বিরাটরা।
আরও পড়ুন: Pakistan Cricket: নিউজিল্যান্ড সফর বাতিল করায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কথা চালাচ্ছে পিসিবি