IPL 2023: ভুবিদের ম্যাচে হঠাৎই রেগে কাঁই মালকিন কাব্যা মারান, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 10, 2023 | 6:32 PM

Kavya Maran: সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন মেজাজ হারালেন অরেঞ্জ আর্মির মালিক কাব্যা মারান।

IPL 2023: ভুবিদের ম্যাচে হঠাৎই রেগে কাঁই মালকিন কাব্যা মারান, কিন্তু কেন?
IPL 2023: ভুবিদের ম্যাচে হঠাৎই রেগে কাঁই মালকিন কাব্যা মারান, কিন্তু কেন?
Image Credit source: IPL Website

Follow Us

হায়দরাবাদ: ধারে-ভারে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ১৬তম আইপিএলের অন্যতম শক্তিশালী দল। কিন্তু টুর্নামেন্টে পরপর ২টো ম্যাচে হেরে হায়দরাবাদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। এমন অবস্থায় রবিবার ছিল আইপিএলের (IPL 2023) ডাবল হেডার। রবি-বিকেলে গুজরাট বনাম কেকেআর ম্যাচে রিঙ্কু সিংয়ের মহাকাব্যিক ইনিংস রবিবাসরীয় আইপিএলের লাইমলাইট কেড়ে নিয়ে যান। অন্যদিকে ঘরের মাঠে অবশেষে হারের হ্যাটট্রিক রুখে দাঁড়ান এইডেন মার্করামরা। শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে অরেঞ্জ আর্মি। সানরাইজার্সের ম্যাচ থাকলেই স্টেডিয়ামে পৌঁছে হায়দরাবাদের মালিক কাব্যা মারান (Kavya Maran)। যেমন রবিবার রাতে নিজামের শহরের দলকে সমর্থন করার জন্য ভিআইপি বক্সে হাজির ছিলেন তিনি। কিন্তু হায়দরাবাদ-পঞ্জাব ম্যাচ চলাকালীন হঠাৎই মেজাজ হারাতে দেখা যায় কাব্যাকে। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আইপিএলের মরসুম এলেই ক্রিকেট প্রেমীরা খোঁজেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রাশ কাব্যা মারানকে। আইপিএলের নিলাম টেবলে তাঁর উজ্জ্বল উপস্থিতি থেকে গ্যালারিতে তাঁর বাঁধনভাঙা উচ্ছ্বাস সবই সোশ্যাল মিডিয়ায় চলে হটকেক হিসেবে। এ বার হায়দরাবাদ মালকিনকে হঠাৎই দেখা গেল অগ্নিশর্মা হতে। কিন্তু কেন?

ভুবিদের ম্যাচে কেন রেগে গেলেন মালকিন কাব্যা মারান? (ছবি-আইপিএল ওয়েবসাইট)

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে যখন চার-ছক্কা হাঁকাচ্ছিসেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান, তখন ক্যামেরাম্যান ফোকাস করেন কাব্যার দিকে। যা দেখে মেজাজ হারিয়ে ফেলেন হায়দরাবাদের মালকিন। ১৮.৪ ওভারের মাথায় শিখর ধাওয়ান ব্যাটিং করছিলেন ৫৯ বলে ৯০ রানে। ওই সময় কাব্যার অভিব্যক্তি ধরতে চেয়েছিলেন ক্যামেরাম্যান। যা দেখে অত্যন্ত বিরক্ত বোধ করেন কাব্যা। সোশ্যাল মিডিয়ায় তাঁর রেগে যাওয়ার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ম্যাচের প্রসঙ্গে বলা হলে, অবশেষে ১৬তম আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পরপর ২টো ম্যাচে হেরে যাওয়ার পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল হায়দরাবাদ। পঞ্জব প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। যার মধ্যে একাই শিখর ধাওয়ান করেন ৯৯* রান। ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হায়দরাবাদ।

Next Article