SRH vs PBKS,IPL 2022, Match Result : ৭ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় হায়দরাবাদের

| Edited By: | Updated on: Apr 17, 2022 | 7:18 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs PBKS,IPL 2022, Match Result : ৭ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় হায়দরাবাদের
পঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচের লাইভ আপডেট।

মুম্বই: আজ আইপিএলে (IPL 2022) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। চোটের জন্য মাঠে নামেনিন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ক্যাপ্টেন্সি করেন ধাওয়ান। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। লিভিংস্টোনের ৬০ রান ছাড়া আরে সে ভাবে দাগ কাটতে পারেনি পঞ্জাবের ব্যাটিং। ২০ ওভারে ১৫১ রান স্কোর বোর্ডে তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক উইলিয়ামসনের উইকেট হারায় অরেঞ্জ আর্মি। কিন্তু অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠির ব্যাটে ভর করে ঘুড়ে দাঁড়ায় হায়দরাবাদ। অভিষেক ও ত্রিপাঠি আউট হওয়ার পর হাল ধরেন নিকোলাস পুরান ও এডেন মাক্রম। তাঁদের পার্টনারশিপ অরেঞ্জ আর্মিকে ম্যাচ জয় এনে দেয়। ৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সানরাইজার্স।

Key Events

পঞ্জাব কিংস ১৫১

লিভিংস্টোন – ৬০

উমরান মালিক ৪/২৮

সানরাইজার্স হায়দরাবাদ ১৫২/৩

মাক্রম – ৪১*

পুরান – ৩৫*

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Apr 2022 07:13 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ – ১৫২/৩ (১৮.৫)

    ৭ উইকেট ম্যাচ জিতল অরেঞ্জ আর্মি

  • 17 Apr 2022 07:08 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ – ১৩৯/৩ (১৮)

    ১২ বলে ম্যাচ জিততে চাই ১৩ রান

  • 17 Apr 2022 06:55 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ – ১২১/৩ (১৬)

    ২৪ বলে ম্যাচ জিততে চাই ৩১ রান

  • 17 Apr 2022 06:28 PM (IST)

    অভিষেক শর্মা আউট

    রাহুল চাহারের বলে ৩১ রানে ক্যাচ আউট অভিষেক শর্মা

  • 17 Apr 2022 06:18 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    রাহুল চাহারের বলে ৩৪ রানে ক্যাচ আউট রাহুল ত্রিপাঠী

  • 17 Apr 2022 06:14 PM (IST)

    ৮ ওভারের খেলা শেষ

    ৮ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৬১/১

    • রাহুল ত্রিপাঠী খেলছেন ৩৪ রানে
    • অভিষেক শর্মা খেলছেন ১৯ রানে
  • 17 Apr 2022 05:49 PM (IST)

    উইলিয়ামসন আউট

    রাবাদার বলে ৩ রানে ক্যাচ আউট কেন উইলিয়ামসন

  • 17 Apr 2022 05:24 PM (IST)

    পঞ্জাবের ব্যাটিং শেষ

    পঞ্জাবের ইনিংস শেষ ১৫১ রানে

  • 17 Apr 2022 05:15 PM (IST)

    আউট লিভিংস্টোন

    ৩৩ বলে ৬০ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট লিভিংস্টোন।

  • 17 Apr 2022 04:55 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১২৩/৪

    • লিভিংস্টোন খেলছেন ৫১ রানে
    • শাহরুখ খেলছেন ২৪ রানে
  • 17 Apr 2022 04:27 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৭০/৪

    • লিভিংস্টোন খেলছেন ২৪ রানে
    • শাহরুখ খেলছেন ১ রানে
  • 17 Apr 2022 04:06 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪৮/২

    • বেয়ারস্টো খেলছেন ১২ রানে
    • লিভিংস্টোন খেলছেন ১৪ রানে
  • 17 Apr 2022 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে  ফিল্ডিং সানরাইজার্স হায়দরাবাদের

Published On - Apr 17,2022 2:30 PM

Follow Us: