SRH vs PBKS Highlights, IPL 2023: অনবদ্য মায়াঙ্ক-রাহুল, মরসুমের প্রথম জয় সানরাইজার্সের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 09, 2023 | 11:27 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs PBKS Highlights, IPL 2023: অনবদ্য মায়াঙ্ক-রাহুল, মরসুমের প্রথম জয় সানরাইজার্সের
রবি-রাতে মুখোমুখি হায়দরাবাদ-পঞ্জাব
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

হায়দরাবাদ: ধীরে ধীরে আইপিএল-১৬ (IPL 2023) এগিয়ে চলেছে। আজ রবিবার ছিল আইপিএলের ডাবল হেডার। রবি-রাতে হায়দরাবাদের হোম ম্যাচ ছিল। এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে এই ম্যাচের আগে ২টো দলই ২টো করে ম্যাচে খেলেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব প্রথম ২টিতেই জিতেছিল। লক্ষ্য ছিল জয়ের হ্যাটট্রিকে। অন্য দিকে হায়দরাবাদ দু’টি ম্যাচেই হেরেছিল। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকাল সানরাইজার্স হায়দরাবাদ। পঞ্জাব কিংস অধিনায়ক অপরাজিত ৯৯ রানের অনবদ্য ইনিংস খেললেও সঙ্গী পেলেন না। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় সানরাইজার্সের। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন হায়দরাবাদ-পঞ্জাব ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

জয়ের স্বাদ

প্রথম দু-ম্যাচে হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াল সানরাইজার্স হায়দরাবাদ।

ট্র্যাজিক নায়ক ধাওয়ান

শুরু থেকে শেষ অবধি ব্যাট করলেন। সঙ্গী পেলেন না। ১ রানের জন্য শতরান হাতছাড়া শিখর ধাওয়ানের। দলেরও হার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Apr 2023 11:22 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ফিল্ডিং নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
    • একাদশে একাধিক বদল। হারের হ্যাটট্রিক আটকানোই লক্ষ্য ছিল।
    • মার্কো জানসেনের শুরুর ধাক্কা, মায়াঙ্ক মার্কান্ডের ৪ উইকেট।
    • শিখর ধাওয়ান ৯৯ রানে অপরাজিত থাকলেও পঞ্জাব মাত্র ১৪৩-৯ স্কোর গড়ে।
    • জবাবে রাহুল ত্রিপাঠীর অপরাজিত ৭৪ রান, ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় সানরাইজার্সের।
    • সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম ৩৭ রানে অপরাজিত।
  • 09 Apr 2023 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • হায়দরাবাদের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলল হায়দরাবাদ।
    • ক্রিজে রাহুল ত্রিপাঠী ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 09 Apr 2023 09:53 PM (IST)

    হ্যারি আউট

    ওপেনিংয়ে ফিরলেও বড় রান এল না আইপিএলের অন্যতম দামি ক্রিকেটার হ্যারি ব্রুকের। অর্শদীপ সিং রাউন্ড দা উইকেট বোলিং করে উইকেট ছিটকে দিলেন।

  • 09 Apr 2023 09:36 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ১৪৪। হায়দরাবাদের হয়ে রান তাড়া করতে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও হ্যারি ব্রুক। বল হাতে ওপেনিংয়ে নামলেন স্যাম কারান। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করলেন হ্যারি।

  • 09 Apr 2023 09:28 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শেষ ১৪৩ রানে

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামল পঞ্জাব কিংস। হায়দরাবাদের টার্গেট ১৪৪।

  • 09 Apr 2023 09:22 PM (IST)

    ৯৯ নট আউট ধাওয়ান

    মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হল না শিখর ধাওয়ানের। আইপিএলে চতুর্থ ব্যাটার হিসেবে ৯৯ নট আউট থেকে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান।

  • 09 Apr 2023 09:11 PM (IST)

    দুরন্ত ছন্দে শিখর ধাওয়ান

    দুরন্ত ছন্দে এগিয়ে চলেছেন পঞ্জাব নেতা শিখর ধাওয়ান। ১৮তম ওভারে উমরান মালিকের বলে ২টি ছয় ও ১টি চার মেরেছেন ধাওয়ান। সেঞ্চুরি কি আসবে ধাওয়ানের ব্যাটে?

  • 09 Apr 2023 08:55 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ৮৮/৯

    পঞ্জাব কিংসের ইনিংসের ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে পঞ্জাব।

  • 09 Apr 2023 08:54 PM (IST)

    মায়াঙ্ককে থামানো যাচ্ছে না

    মায়াঙ্ক মার্কন্ডে এ বার তুলে নিলেন নাথান এলিসের উইকেট। নবম উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব।

  • 09 Apr 2023 08:44 PM (IST)

    রাহুল আউট

    রাহুল চাহারের উইকেট তুলে নিলেন মায়াঙ্ক মার্কন্ডে। তাসের ঘরের মতো ধ্বসে যাচ্ছে পঞ্জাবের ইনিংস।

  • 09 Apr 2023 08:35 PM (IST)

    হরপ্রীত আউট

    হরপ্রীত ব্রারের উইকেট তুলে নিলেন উমরান মালিক। সপ্তম উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব।

  • 09 Apr 2023 08:33 PM (IST)

    শাহরুখ আউট

    মায়াঙ্ক মার্কন্ডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন শাহরুখ খান। ৪ রান করেছেন শাহরুখ।

  • 09 Apr 2023 08:24 PM (IST)

    রাজা আউট

    উমরান মালিক তুলে নিলেন সিকান্দার রাজার উইকেট। পঞ্জাবের পঞ্চম উইকেটের পতন।

  • 09 Apr 2023 08:23 PM (IST)

    ইমপ্যাক্ট প্লেয়ার রাজা

    প্রভসিমরন সিংয়ের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন সিকান্দার রাজা।

  • 09 Apr 2023 08:21 PM (IST)

    স্যাম আউট

    স্যাম কারানের উইকেট তুলে নিলেন মায়াঙ্ক মার্কন্ডে। ১৫ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন স্যাম।

  • 09 Apr 2023 08:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পঞ্জাবের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে পঞ্জাব কিংস।
    • ক্রিজে শিখর ধাওয়ান ও স্যাম কারান।
  • 09 Apr 2023 07:54 PM (IST)

    জিতেশ আউট

    মার্কো জ্যানসেন ফেরালেন জিতেশ শর্মাকে। পাওয়ার প্লে-র আগে তৃতীয় উইকেট হারাল পঞ্জাব।

  • 09 Apr 2023 07:41 PM (IST)

    ম্যাথু শর্ট আউট

    মার্কো জ্যানসেন তুলে নিলেন ম্যাথু শর্টের উইকেট। মাত্র ১ রান করে এলবিডব্লিউ হলেন শর্ট। দ্বিতীয় ধাক্কা খেল পঞ্জাব।

  • 09 Apr 2023 07:34 PM (IST)

    ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কা খেল পঞ্জাব

    প্রথম ওভারের প্রথম বলেই ভুবনেশ্বর কুমার ফেরালেন প্রভসিমরন সিংকে। শুরুতেই ধাক্কা খেল পঞ্জাব।

  • 09 Apr 2023 07:23 PM (IST)

    একাদশ আপডেট

    সানরাইজার্স হায়দরাবাদ : মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, মায়াঙ্ক মারকান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

    সাবস্টিটিউট- আবদুল সামাদ, মায়াঙ্ক ডাগর, উপেন্দ্র যাদব, গ্লেন ফিলিপস, আকিল হোসেন

     

    পঞ্জাব কিংস : শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং, ম্যাথু শর্ট, স্যাম কারান, জিতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, নাথান এলিস, মোহিত রাঠি, অর্শদীপ সিং

  • 09 Apr 2023 07:04 PM (IST)

    টস আপডেট

    টস জিতে পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম।

  • 09 Apr 2023 06:46 PM (IST)

    পঞ্জাবের ভাগ্য ফেরাতে চান এই তারকা

    কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কারানকে কেনে পঞ্জাব কিংস।

    পড়ুন বিস্তারিত – Sam Curran: পঞ্জাবের ভাগ্য বদলে দেবেন, আত্মবিশ্বাসী আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার

  • 09 Apr 2023 06:42 PM (IST)

    রাজীব গান্ধী স্টেডিয়ামে হাজির পঞ্জাব কিংসের ক্রিকেটাররা

    অরেঞ্জ আর্মির বিরুদ্ধে রবি-রাতের ম্যাচের জন্য তৈরি পঞ্জাব কিংস। শিখর-কারানরা পৌঁছে গেলেন রাজীব গান্ধী স্টেডিয়ামে।

  • 09 Apr 2023 06:37 PM (IST)

    উপল স্টেডিয়ামের পথে

    অরেঞ্জ আর্মির ক্রিকেটাররা রওনা দিলেন উপল স্টেডিয়ামে।

  • 09 Apr 2023 06:35 PM (IST)

    SRH vs PBKS প্রিভিউ

    আর ১ ঘণ্টা পর শুরু হবে SRH vs PBKS ম্যাচ। তার আগে পড়ে নিন এই ম্যাচের প্রিভিউ।

    পড়ুন বিস্তারিত – SRH vs PBKS IPL 2023 Match Prediction: পঞ্জাবের লক্ষ্য হ্যাটট্রিক, হারের হ্যাটট্রিকের সামনে সানরাইজার্স

  • 09 Apr 2023 06:31 PM (IST)

    রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ

    আজ সন্ধা ৭.৩০ মিনিটে শুরু হবে রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হবে হায়দরাবাদ ও পঞ্জাব।