SRH vs PBKS IPL 2023 Match Prediction: পঞ্জাবের লক্ষ্য হ্যাটট্রিক, হারের হ্যাটট্রিকের সামনে সানরাইজার্স

Sunrisers Hyderabad vs Punjab Kings Preview: তৃতীয় ম্যাচে তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেনকে খেলানো হতে পারে। অথবা একাদশে তিন বিদেশি রেখে বোলিংয়ে জানসেন এবং ব্যাটিংয়ে হেনরিখ ক্লাসেনকে ব্যবহার করা হতে পারে।

SRH vs PBKS IPL 2023 Match Prediction: পঞ্জাবের লক্ষ্য হ্যাটট্রিক, হারের হ্যাটট্রিকের সামনে সানরাইজার্স
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 9:00 AM

দীপঙ্কর ঘোষাল : মরসুম শুরুর আগে বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তালিকায় ছিলেন জেসন হোল্ডার, কেন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটারও। এরপরই প্রশ্ন ওঠে, তাদের নেতৃত্ব কে দেবেন? কেনের পরিবর্ত কে হতে পারেন! মিনি অকশনে এমন অনেক প্রশ্নেরই উত্তর মিলেছে। কার্যত খোলনলচে বদলে দল গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগে ডার্ক হর্স মনে করা হয়েছিল। প্রথম দু-ম্যাচেই হার বড় ধাক্কা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। শক্তিশালী দল গড়লেও সঠিক কম্বিনেশন তৈরি করে উঠতে পারেনি। যদিও টুর্নামেন্ট সবে শুরু। এখনও অনেক ম্যাচ বাকি। ঘুরে দাঁড়ানোর সুযোগ অনেক রয়েছে। তবে শুরুর দিকে কয়েকটা জয় তুলে নিতে না পারলে চাপ বাড়বে, সন্দেহ নেই। ঘরের মাঠে তাদের সামনে পঞ্জাব কিংস। শিখর ধাওয়ানের নেতৃত্বে জয়ের হ্যাটট্রিকে লক্ষ্য কিংসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

মিনি অকশনে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়ায় মনে করা হয়েছিল সানরাইজার্সের নেতৃত্ব দেওয়া হতে পারে। এ বছরই উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছিলেন এডেন মার্করাম। সিএসএ টি-টোয়েন্টি লিগে চ্য়াম্পিয়নও করেছেন। মায়াঙ্ককে নয়, মার্করামকেই নেতৃত্ব দেওয়া হয়। প্রথম ম্যাচে অবশ্য প্রোটিয়া ক্রিকেটাররা ছিলেন না। মার্করামের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। ঘরের মাঠে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে মার্করাম ফিরলেও গোল্ডেন ডাক। লো-স্কোরিং ম্যাচে হার হায়দরাবাদের। হারের হ্যাটট্রিক আটকাতে ঘরের মাঠে এ বার পঞ্জাব কিংসকে ছাপিয়ে যেতে হবে। ব্যাটাররা রানে না ফিরলে যা কার্যত অসম্ভব। মায়াঙ্ক আগরওয়াল, মার্করামরা রানের মধ্যে নেই। রাহুল ত্রিপাঠি শুরুটা ভালো করলেও গতি বাড়াতে পারছেন না, বড় ইনিংসও খেলতে পারেননি। সবচেয়ে বেশি অস্বস্তি হ্যারি ব্রুককে নিয়ে। টেস্ট ক্রিকেটে একের পর এক চোখ ধাধানো ইনিংস খেলে এসেছেন ব্রুক। মিনি অকশনে ১৩.২৫ কোটি টাকায় তাঁকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় ম্যাচে তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেনকে খেলানো হতে পারে। অথবা একাদশে তিন বিদেশি রেখে বোলিংয়ে জানসেন এবং ব্যাটিংয়ে হেনরিখ ক্লাসেনকে ব্যবহার করা হতে পারে।

পঞ্জাব কিংস টানা দুই ম্যাচ জিতেছে। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যেই নামবে পঞ্জাব কিংস। গত দু-ম্যাচ জিতলেও পঞ্জাব কিংসের ক্ষেত্রে নেতিবাচক দিক, জয়ের ব্য়বধান। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে কলকাতা নাইটার্সকে ডিএলএসে মাত্র ৭ রানে হারিয়েছিল তারা। অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারালেও যা পরিস্থিতি ছিল, ফল অন্য়রকমও হতে পারত। গত দুই ম্যাচেই পঞ্জাব ব্য়াটিংকে ভরসা দিয়েছেন অধিনায়ক শিখর ধাওয়ান। পঞ্জাব ব্য়াটিং তাঁর ওপর অনেকটাই নির্ভরশীল। তবে গত ম্যাচে তরুণ ওপেনার প্রভসিমরন সিং অনবদ্য ইনিংসে ভরসা দিয়েছেন। বোলিং নিয়ে চিন্তার জায়গা, মাঝের ওভারে প্রচুর রান দিয়ে ফেলছে পঞ্জাব। কয়েকটা নেতিবাচক দিক সামলে ওঠাই চ্যালেঞ্জ পঞ্জাবের সামনে।