SRH vs RCB IPL 2023 Match Prediction: অস্তাচলে যাওয়া সূর্য কোহলিদেরও ডোবাতে প্রস্তুত, আজ হারলেই বিদায় আরসিবির?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 18, 2023 | 8:36 AM

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে না পারলে আরসিবির লিগ পর্বের শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

SRH vs RCB IPL 2023 Match Prediction: অস্তাচলে যাওয়া সূর্য কোহলিদেরও ডোবাতে প্রস্তুত, আজ হারলেই বিদায় আরসিবির?
Image Credit source: Twitter

Follow Us

হায়দরাবাদ : একটি দলের কাছে আর হারানোর কিছু নেই। অন্য দলটি তারকাখচিত, প্লে অফে ওঠার জন্য মরিয়া। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (IPL 2023)। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (SRH vs RCB)। পুরোপুরিভাবে বিদায় নেওয়ার আগে আরসিবির প্লে অফের স্বপ্নে ধাক্কা দিয়ে যেতে যান এইডেন মার্করামরা। শেষবারের মরণ কামড়। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের কাছে শেষ দুটি ম্যাচ জিতে প্লে অফে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। এতে বিরাটদের নেট রান রেটে ব্যপক উন্নতি হয়েছে। এ বার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের দৌড়ে জায়গা পাকা করার সুযোগ রয়েছে আরসিবির। এখান থেকে হারের কোনও জায়গা নেই। হারলেই হুড়হুড় করে পয়েন্ট টেবলের নীচে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিরাটদের কাছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

রাজস্থানকে ১১২ রানে হারিয়ে আরসিবির নেট রান রেট -০.৩৪৪ থেকে ০.১৬৬ তে পৌঁছেছে। বলা যায় নরক থেকে স্বর্গে। ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবলের পঞ্চম স্থানে। একই পয়েন্টে থাকা অন্য তিনটি দলের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছেন বিরাটরা। তাই তাদের প্লে অফের যাওয়ার সুযোগও প্রবল। দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসি ব্যাট হাতে অনবদ্য। এখনও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। বোলিং বিভাগেও অনবদ্য। বল হাতে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাওয়ার প্লে ওভারে সবচেয়ে বেশি ৩০টি উইকেট নিয়েছে আরসিবি। পাওয়ার প্লেতে বোলিং গড় ১৮.৪৬। ইকোনমি রেটও ভালো (৭.৪১)।

বৃহস্পতিবার ম্যাচ নিয়ে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে খেলবে আরসিবি। চলতি মরসুমে দুই দলের প্রথম সাক্ষাৎ এটি। হায়দরাবাদের হয়ে ছন্দে রয়েছেন হেনরিখ ক্লাসেন। আরসিবিকে হারালেও হায়দরাবাদের লাভের লাভ কিছু নেই। উল্টে প্লে অফের স্বপ্নে বিরাট ধাক্কা খাবেন কোহলি-ডু প্লেসিরা। হারলে পয়েন্ট টেবলে রাজস্থান রয়্যালসেরও নিচে চলে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Next Article