SRH vs RCB Highlights, IPL 2023: আট উইকেটের বড় জয় আরসিবির
Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
হায়দরাবাদ : আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষের পথে। প্রত্যেক দলই আপ্রাণ চেষ্টা করছে শেষের ম্যাচগুলি জেতার। প্লে অফে একমাত্র পৌঁছেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বাকি ৩টি দল কারা হবে, তার জন্য অপেক্ষা শেষ দিকের এই ম্যাচের ফলগুলি। প্লে অফের দৌড়ে আর নেই ২টি দল। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। হেনরিখ ক্লাসেনের ১০৪ রানের চোখধাঁধানো ইনিংসে ভর করে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। হায়দরাবাদের ঘরের মাঠে জয়ের জন্য আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৭ রান। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটিতেই যোগ করেন ১৭২ রান। শেষ অবধি চার বল বাকি থাকতে ৮ উইকেটে জয় আরসিবির। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন হায়দরাবাদ বনাম আরসিবি (SRH vs RCB) ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৫ নম্বরে ছিল আরসিবি। সানরাইজার্সকে হারিয়ে চারে।
সানরাইজার্সের হয়ে শতরান করেন হেনরিখ ক্লাসেন। আইপিএলে ষষ্ঠ শতরান বিরাট কোহলির।
LIVE Cricket Score & Updates
-
আরসিবি চারে
সানরাইজার্সকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি। পড়ুন বিস্তারিত : বিরাট জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিল আরসিবি
-
গেইলকে ছুঁলেন বিরাট
আইপিএলে শতরানের নিরিখে ক্রিস গেইলকে ছুঁলেন বিরাট কোহলি। বিস্তারিত পডুন : আইপিএলে ষষ্ঠ শতরান, বিরাট ইনিংসে জড়িয়ে সেই ‘১৮’ নম্বর
-
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিং নেয় আরসিবি।
- শুরুতে ধাক্কা খেলেও হেনরিখ ক্লাসেনের প্রথম আইপিএল শতরান।
- ক্লাসেনের শতরানের সৌজন্যে আরসিবিকে ১৮৭ রানের লক্ষ্য দেয় সানরাইজার্স।
- বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির ওপেনিং জুটিতে যোগ হয় ১৭২ রান।
- শেষ অবধি ৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়।
- পয়েন্ট টেবলে চারে উঠে এল আরসিবি।
-
অর্ধশতরানে বিরাট
কিং কোহলি ফর্মে ফিরলেন। মাত্র ৩৫ বলে হাফসেঞ্চুরিতে। আইপিএল কেরিয়ারে ৫১ তম অর্ধশতরান বিরাটের। এ বারের আইপিএলে সপ্তম।
-
সেঞ্চুরি পার্টনারশিপ
এ বারের আইপিএলে আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলির। মরসুমের তৃতীয় সেঞ্চুরি পার্টনারশিপ।
-
-
ডুপ্লেসির অষ্টম
এ বারের আইপিএলে অষ্টম হাফসেঞ্চুরি আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। ৩৪ বলে হাফসেঞ্চুরি। টানা তৃতীয় ম্যাচে।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল আরসিবি। কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে আরসিবি। জয়ের জন্য আরসিবির এখনও প্রয়োজন ৮৪ বলে ১২৩ রান।
-
৫ ওভারে আরসিবি ৫৯/০
আরসিবির প্রথম ৫ ওভারের খেলা শেষ। ফাফ ডু’প্লেসি-বিরাট কোহলি জুটিতে ভালো শুরু আরসিবির।
-
ডু’প্লেসির ক্যাচ মিস
৩.২ ওভারে ফাফ ডু’প্লসির ক্যাচ মিস করলেন গ্লেন ফিলিপস। কার্তিক ত্যাগীর বল বাউন্ডারিতে পাঠিয়ে দেন ফাফ।
-
রান তাড়া করতে নামল আরসিবি
টার্গেট ১৮৭, রান তাড়া করতে নামল আরসিবি। ওপেনিংয়ে ফাফ ডু’প্লেসি ও বিরাট কোহলি। ভিকের অনবদ্য কভার ড্রাইভে ইনিংস শুরু।
-
আরসিবিকে ১৮৭ রানের টার্গেট দিল হায়দরাবাদ
ক্লাসেনের সেঞ্চুরিতে ভর করে আরসিবিকে ১৮৭ রানের টার্গেট দিল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ।
-
হেনরিখের ক্লাসিক সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারতে খেলেছেন। তেমনই সিনিয়র দলের হয়েও। ভারতে স্পিনের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যাট করেন। এ দিনও আরসিবি স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল।
পড়ুন বিস্তারিত – Heinrich Klaasen : হেনরিখের শতরানের ‘ক্লাস’ ইনিংস
-
আউট ক্লাসেন
সেঞ্চুরির পর উইকেট হারিয়ে বসলেন হেনরিখ ক্লাসেন। ১৯তম ওভারের পঞ্চম বলে ক্লাসেনের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। বড় উইকেট হারাল হায়দরাবাদ।
-
সেঞ্চুরি ক্লাসেনের
আরসিবির বিরুদ্ধে আজ সেঞ্চুরি করলেন হেনরিখ ক্লাসেন। অর্ধশতরানে পৌঁছতে তাঁর লেগেছিল ২৪ বল। তিনি ৪৯ বলে শতরানে পৌঁছলেন। আইপিএলে হায়দরাবাদের হয়ে সবচেয়ে দ্রুত শতরান করা দ্বিতীয় ক্রিকেটার হলেন হেনরিখ ক্লাসেন।
-
হায়দরাবাদের ইনিংস বাকি ৪ ওভার
১৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৩ উইকেটে ১৪১। ক্রিজে হেনরিখ ক্লাসেন (৭৯*) ও হ্যারি ব্রুক (১৬*)।
-
শাহবাজ ফেরালেন মার্করামকে
অধিনায়ক এইডেন মার্করামের উইকেট হারাল অরেঞ্জ আর্মি। শাহবাজ আহমেদ আরসিবিকে এনে দিলেন তৃতীয় সাফল্য। ২০ বলে ১৮ রান করে ফিরলেন মার্করাম।
-
ক্লাসেনের হাফসেঞ্চুরি
২৪ বলে অর্ধশতরানে পৌঁছলেন হেনরিখ ক্লাসেন। চলতি আইপিএলে হায়দরাবাদের কোনও ব্যাটারের সবচেয়ে দ্রুততম অর্ধশতরান। ক্যাপ্টেন এইডেন মার্করামের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্লাসেন।
-
পাওয়ার প্লে শেষ
হায়দরাবাদের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-র শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৪৯।
-
রাহুল আউট
রাহুল ত্রিপাঠীর উইকেট তুলে নিলেন মাইকেল ব্রেসওয়েল। পঞ্চম ওভারে জোড়া উইকেট হারাল অরেঞ্জ আর্মি।
-
অরেঞ্জ আর্মির প্রথম উইকেটের পতন
মাইকেল ব্রেসওয়েল ফেরালেন অভিষেক শর্মাকে। অরেঞ্জ আর্মির প্রথম উইকেটের পতন। ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়লেন অভিষেক।
-
SRH এর প্রথম ৩ ওভারের খেলা শেষ
শুরুর ৩ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছে ১১ রান।
-
হায়দরাবাদের ইনিংস শুরু
অরেঞ্জ আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী। আরসিবির হয়ে বোলিংয়ে সূচনায় মহম্মদ সিরাজ।
-
আরসিবির হার চাইবে লখনউ-চেন্নাই
আজ হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি হেরে গেলে প্লে অফে পৌঁছে যাবে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। তাই এই ২দলের ক্রিকেটাররা এবং তাদের সমর্থকরা চাইবে আরসিবি আজ হেরে যাক।
-
RCB একাদশ
আরসিবির একাদশ – বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, করণ শর্মা ও মহম্মদ সিরাজ।
সাবস্টিটিউট – দীনেশ কার্তিক, বিবেক কুমার, হিমাংশু শর্মা, সূয়শ প্রভুদেশাই ও কেদার যাদব।
-
SRH একাদশ
হায়দরাবাদের একাদশ – অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, আব্দুল সামাদ, কার্তিক ত্যাগী, মায়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি ও ভুবনেশ্বর কুমার।
সাবস্টিটিউট – মায়াঙ্ক মার্কন্ডেয়, টি-নটরাজন, বিভ্রান্ত শর্মা, সনবীর সিং ও আকিল হোসেন।
-
টস আপডেট
হায়দরাবাদের ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
-
কিং কোহলিকে দেখে হায়দরাবাদের গ্যালারির উচ্ছ্বাস
হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচের আগে কিং কোহলিকে দেখে হায়দরাবাদের গ্যালারি উচ্ছ্বাসে মাতল।
King Arrived#ViratKohli #SRHvRCB pic.twitter.com/ZMvxIM7oAD
— Kishore Chowdary (@KishorePKVK) May 18, 2023
-
হায়দরাবাদে বিরাট-ম্যানিয়া
হায়দরাবাদে আজ অ্যাওয়ে ম্যাচে নামবে আরসিবি। এই ম্যাচের আগে উপ্পল স্টেডিয়ামে ভিড় জমাতে আসছেন বিরাট ভক্তরা।
#ViratKohli fans Mass rampage ?
Hyderabad uppal #SRHvsRCB pic.twitter.com/X1VSSoaP25
— SIDDHUCHEETAH (@Siddhucheetah) May 18, 2023
-
স্ট্যাট অ্যালার্ট
আরসিবি গত সাত বারের সাক্ষাতে ছয় বার হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে হেরেছে। ২০১৫ সালে একবারই হায়দরাবাদে গিয়ে অরেঞ্জ আর্মিকে হারাতে পেরেছিল আরসিবি।
-
পয়েন্ট টেবলে হায়দরাবাদ কোথায়
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছে হায়দরাবাদ। ১২ ম্যাচে এইডেন মার্করামদের পয়েন্ট ৮।
-
পয়েন্ট টেবলে আরসিবি কোথায়
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে আরসিবি। ১২ ম্যাচে বিরাটদের পয়েন্ট ১২।
Published On - May 18,2023 6:30 PM