SRH vs RR, Live Score, IPL 2025: ঈশানের সেঞ্চুরির পাল্টা লড়াই ধ্রুব-সঞ্জুর, তাও শেষ হাসি ফুটল অরেঞ্জ আর্মির
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Live Score in Bengali: আইপিএলের বোধন হয়েছে শনিবার। আজ উপ্পলে মুখোমুখি প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ও রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস। দেখুন আইপিএলে হায়দরাবাদ ও রাজস্থান ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

কলকাতা: সাবালক আইপিএলের (IPL) বোধন হয়েছে। উদ্বোধন হয়েছে কেকেআর ও আরসিবি ম্যাচ দিয়ে। বিরাট কোহলিরা কেকেআরকে তাদেরই হোম গ্রাউন্ডে হারিয়ে দিয়েছে। আজ, উপ্পলে নামবে গতবারের রানার্সরা হারাল রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) টস হেরেছিল। যে কারণে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল হায়দরাবাদকে। শুরুতে ব্যাটিং করে জিততে সমস্যা হয়নি অরেঞ্জ আর্মির। উপ্পলে সেঞ্চুরি হাঁকান ঈশান কিষাণ। হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড করেন ৬৭ রান। ৬ উইকেটে ২৮৬ রান তোলে হায়দরাবাদ। এই রান তুলতে গিয়ে ৬ উইকেটে ২৪২ রান তোলে রাজস্থান। ঈশানের সেঞ্চুরির পাল্টা লড়াই করেন সঞ্জু স্যামসন (৬৬) ও ধ্রুব জুরেল (৭০)। তারপরও রাজস্থান জিততে পারেনি। ৪৪ রানে এই ম্যাচ জেতে হায়দরাবাদ।
LIVE Cricket Score & Updates
-
SRH vs RR, IPL 2025: জয় দিয়ে যাত্রা শুরু গত বারের রানার্সদের
এ বারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করল গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। ৬ উইকেটে ২৪২ রানে অরেঞ্জ আর্মি আটকে দিল পিঙ্ক আর্মিকে। ৪৪ রানের বড় ব্যবধানে জয় হায়দরাবাদের।
-
SRH vs RR, IPL 2025: খেলা বাকি ৫ ওভার
- চাপ বাড়ছে রাজস্থানের।
- হায়দরাবাদের দেওয়া ২৮৭ রানের টার্গেট কঠিন হয়ে উঠছে।
- খেলা বাকি আর ৫ ওভারের।
- এই জায়গা থেকে জিততে হলে ৩০ বলে ১১৮ রান করতে হবে রাজস্থান রয়্যালসকে।
-
-
SRH vs RR, IPL 2025: ধ্রুবর হাফসেঞ্চুরি
সঞ্জু স্যামসনের পর চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি ধ্রুব জুরেলের।
-
SRH vs RR, IPL 2025: সঞ্জুর হাফসেঞ্চুরি
২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ সঞ্জু স্যামসনের। ক্যাপ্টেনের দায়িত্ব নেই। ব্যাটার হিসেবে ভালো ছন্দে সঞ্জু।
-
SRH vs RR, IPL 2025: সামির শুরু!
চোটের জন্য প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন। গত বারের আইপিএলে খেলা হয়নি। এ বার রিটেন করেনি গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদ জার্সিতে দৌড় শুরু। নীতীশ রানার উইকেট নিয়ে খাতা খুললেন সামি।
-
-
SRH vs RR, IPL 2025: একের পিঠে দুই
যশস্বী জয়সওয়ালের পর রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন সিমরজিৎ সিং। ২ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন রাজস্থানের অধিনায়ক রিয়ান।
-
SRH vs RR, IPL 2025: আউট যশস্বী
- অভিনব মনোহর নিলেন দুর্দান্ত ক্যাচ।
- ৫ বলে ১ রান করে মাঠ ছাড়লেন যশস্বী জয়সওয়াল।
-
SRH vs RR, IPL 2025: রান তাড়া শুরু রাজস্থানের
ঈশান কিষাণের অপরাজিত সেঞ্চুরির সুবাদে রাজস্থানকে ভালো টার্গেট দিয়েছে হায়দরাবাদ। রান তাড়া শুরু পিঙ্ক আর্মির। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন।
-
SRH vs RR, IPL 2025: পিঙ্ক আর্মির টার্গেট ২৮৭
- রাজস্থানের ঈশানের দুরন্ত সেঞ্চুরি।
- উপ্পলে ২৮৬ রানে থামল হায়দরাবাদ।
- পিঙ্ক আর্মিকে জিততে হলে তুলতে হবে ২৮৭ রান।
পড়ুন বিস্তারিত – Ishan Kishan: রাখেনি মুম্বই, নতুন জার্সিতে ঈ’শানদার’ প্রথম সেঞ্চুরি; সেলিব্রেশনে জবাব!
-
SRH vs RR, IPL 2025: ৪৫ বলে সেঞ্চুরি ঈশানের
আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ঈশান কিষাণের। গ্যালারিতে উচ্ছ্বসিত হায়দরাবাদ মালকিন কাব্যা মারান।
-
SRH vs RR, IPL 2025: ক্লাসেনকে ফেরালেন সন্দীপ
১৮.২ ওভারে হেনরিখ ক্লাসেনের উইকেট তুলে নিলেন সন্দীপ শর্মা। ১৪ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন ক্লাসেন।
-
SRH vs RR, IPL 2025: ওভার বাকি ৩, ঈশানের সেঞ্চুরি হবে?
- অরেঞ্জ আর্মির ইনিংসের ১৭ ওভারের খেলা শেষ।
- ৩ ওভার আর হায়দরাবাদের ইনিংসের খেলা বাকি।
- এর মধ্যে ৩ উইকেটে ২৩৩ রান তুলেছে সানরাইজার্স।
- ক্রিজে ঈশান কিষাণ ও হেনরিখ ক্লাসেন।
-
SRH vs RR, IPL 2025: থিকসানা ফেরালেন নীতীশকে
- ১৫ বলে ৩০ রান করে আউট নীতীশ কুমার রেড্ডি।
- পিঙ্ক আর্মিকে তৃতীয় সাফল্য এনে দিলেন মহেশ থিকসানা।
- ঈশান কিষাণের সঙ্গে তৃতীয় উইকেটে ২৯ বলে ৭২ রান করেন নীতীশ।
- নীতীশ আউট হতে ক্রিকেট নতুন ব্যাটার হেনরিখ ক্লাসেন।
-
SRH vs RR, IPL 2025: ঈশানের অর্ধশতরান
- ১২.২ ওভারে জোফ্রা আর্চারের বল ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি ঈশান কিষাণের।
- হায়দরাবাদের জার্সিতে অভিষেকে ২৫ বলে হাফসেঞ্চুরি ঈশানের।
- টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল ঈশানকে।
-
SRH vs RR, IPL 2025: ১০ ওভারে অরেঞ্জ আর্মি ১৩৫/২
- ইনিংসের মাঝপথে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ১৩৫
- ক্রিজে ঈশান কিষাণ (৩৩*) ও নীতীশ কুমার রেড্ডি (৫*)
-
SRH vs RR, IPL 2025: ব্রেক থ্রু দিলেন তুষার
৩১ বলে ৬৭ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন ট্রাভিস হেড। রাজস্থানকে ব্রেক থ্রু দিলেন তুষার দেশপান্ডে।
-
SRH vs RR, IPL 2025: হেডের হাফসেঞ্চুরি
- ৭.১ ওভারে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ট্রাভিস হেড।
- ২১ বলে হাফসেঞ্চুরি হায়দরাবাদের ওপেনারের।
-
SRH vs RR, IPL 2025: পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে শেষ।
- প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে হায়দরাবাদ।
- হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন ট্রাভিস হেড (৪৬*)।
- হেডের সঙ্গে ২০ রানে অপরাজিত ঈশান কিষাণ।
-
SRH vs RR, IPL 2025: ৫ ওভারে হায়দরাবাদ ৭৮/১
সানরাইজার্স হায়দরাবাদের ভালো শুরু। প্রথম ৫ ওভারের মধ্যে অভিষেক শর্মার উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে অরেঞ্জ আর্মি। ক্রিজে ট্রাভিস হেড (৪১*) ও ঈশান কিষাণ (১০*)।
-
SRH vs RR, IPL 2025: হায়দরাবাদের উইকেটের পতন
৩.১ ওভারে প্রথম উইকেটের পতন। অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন মহেশ থিকসানা।
-
SRH vs RR, IPL 2025: অরেঞ্জ আর্মির ইনিংস শুরু
ট্রাভিস হেড, অভিষেক শর্মা জুটিতে শুরু হল অরেঞ্জ আর্মির ইনিংস। বোলিংয়ে সূচনায় ফজলহক ফারুকি।
-
SRH vs RR, IPL 2025: একাদশ ও ইমপ্যাক্ট বিকল্প
রাজস্থান রয়্যালসের নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। তাঁকে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে দেখা যাবে। কেমন হল দু-দলের একাদশ? জেনে নিন…
রাজস্থান রয়্যালস-যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি।
ইমপ্যাক্ট বিকল্প-কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, সঞ্জু স্যামসন, কুয়েনা মাপাখা।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি।
ইমপ্যাক্ট বিকল্প – সচিন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার।
-
SRH vs RR, IPL 2025: ৩০০ লোডিং!
এ মরসুমে জোর আলোচনা, আইপিএলে ৩০০ হবে! সানরাইজার্স হায়দরাবাদের যে ব্যাটিং লাইন আপ, তাতে অসম্ভব নয়। টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রিয়ান পরাগ।
-
SRH vs RR, IPL 2025: কখন শুরু হবে ম্যাচ?
রবিবারের প্রথম ম্যাচে অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াই। এ মরসুমের প্রথম বিকেলের ম্যাচ এটি। কখন শুরু হবে খেলা?
পড়ুন বিস্তারিত – IPL 2025, SRH vs RR Live Streaming: রবিবার আইপিএলে ডাবল হেডার, কখন-কোথায়-কীভাবে দেখবেন অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াই
-
SRH vs RR, IPL 2025: রেডি, স্টেডি, গো…
স্টেডিয়ামের পথে রওনা দিলেন অরেঞ্জ আর্মির তারকারা। সানরাইজার্স হায়দরাবাদের এক্স হ্যান্ডেলে অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডিদের ছবি শেয়ার করা হয়েছে।
About time ⏳#PlayWithFire | #SRHvRR | #TATAIPL2025 pic.twitter.com/t1wS2I7x3x
— SunRisers Hyderabad (@SunRisers) March 23, 2025
-
SRH vs RR, IPL 2025: রয়্যালস কোচের ইচ্ছে…
বিশ্ব ক্রিকেট তাঁকে চেনেন দ্য ওয়াল নামেও। গত বছর অবধিও একটা আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে পূরণ হয়েছে। এ বার কি ফ্র্যাঞ্চাইজি লিগের ‘বিশ্বকাপ’ও আসবে? রয়্যালস কোচ এমন রাজকীয় মুহূর্তেরই মিশনে।
পড়ুন বিস্তারিত – Rahul Dravid: ফ্র্যাঞ্চাইজি ‘বিশ্বকাপ’ ট্রফিও আসবে? অপেক্ষায় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল
-
SRH vs RR, IPL 2025: কামিন্সের বাজি যখন সামি!
ফিরে আসার স্বপ্ন দেখা আর ফিরে আসার মধ্যে আশমান-জমিন ফারাক। অসাধ্য সাধনের আশ্চর্য কাহিনি। কতখানি যন্ত্রণা পেলে তবে সুখী হওয়া যায়? উত্তর দিতে পারবেন একমাত্র মহম্মদ সামি।
পড়ুন বিস্তারিত – নিজামের শহরে সূর্যোদয়? প্যাট কামিন্সের বাজি মহম্মদ সামি!
-
SRH vs RR, IPL 2025: কেমন হতে পারে রবিবারের প্রথম ম্যাচ, পড়ুন প্রিভিউ
আজকের প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ও উদ্বোধনী আইপিএলের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ। একঝাঁক পাওয়ার হিটার। কী হতে পারে দু-দলের একাদশ?
পড়ুন বিস্তারিত – সূর্যোদয় নাকি রাজকীয় জয়! জেনে নিন হায়দরাবাদ ও রাজস্থানের সম্ভাব্য টিম
-
SRH vs RR, IPL 2025: রবিবার IPL এর প্রথম ম্যাচ
- আজ রবিবার। আইপিএলে রয়েছে জোড়া ম্যাচ।
- দিনের প্রথম ম্যাচ উপ্পলে।
- মুখোমুখি প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ও রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস।
Published On - Mar 23,2025 1:30 PM





