Wanindu Hasaranga : হঠাৎ অবসর শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার!

শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্টার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হটাৎ অবসর ঘোষণা করেছেন। তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে।

Wanindu Hasaranga : হঠাৎ অবসর শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 4:06 PM

কলম্বো : টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। তিনি ইতিমধ্যেই এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (Sri Lanka Cricket Board) জানিয়েছেন। এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ কারণও জানিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেটে দীর্ঘ সময় পর্যন্ত খেলার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হাসরাঙ্গা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রতিনিধিত্ব করেন। যেখানে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটের জন্য ওডিআই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন সেখানে হাসারাঙ্গার এই সিদ্ধান্ত অবাক করেছে ক্রিকেট সমর্থকদের।বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২৬ বছরের শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁর এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা টেস্ট ক্রিকেট থেকে হাসারাঙ্গার অবসরের বিষয়ে বলেছেন, “আমরা তাঁর সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা আত্মবিশ্বাসী যে হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন।”

হাসারাঙ্গার ২০১৭ সালে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়। তারপর থেকে তিনি শ্রীলঙ্কার হয়ে সাদা বলের ক্রিকেটে ৪৮টি ওডিআই এবং ৫৮টি টি ২০ ম্যাচ খেলেছেন। ওডিআইতে তিনি ৫.০৭ ইকোনমিতে বোলিং করে ৬৭টি উইকেট নিয়েছেন। এছাড়া ওডিআইতে তাঁর ৮৩২ রান রয়েছে। যার মধ্যে ৪টি হাফ সেঞ্চুরি। টি ২০তে ৫৮টি ম্যাচ খেলে ৬.৮৯ ইকোনমিতে ৯১টি উইকেট নিয়েছেন। টি ২০ তে ১টি হাফ সেঞ্চুরির সাহায্যে এখন পর্যন্ত ৫৩৩ রান করেছেন তিনি।