Asian Games 2023: পাক-বধ করে এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কা, সামনে ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 24, 2023 | 5:26 PM

Asian Games 2023, Cricket: রবিবার এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে ভারতের মেয়েরা। এ বারের এশিয়াডে মেয়েদের ক্রিকেটের প্রথম ফাইনালিস্ট স্মৃতি মান্ধানারা। দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাতে নিদা দারের পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন চামারি আতাপাত্তুরা।

Asian Games 2023: পাক-বধ করে এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কা, সামনে ভারত
পাক-বধ করে এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কা, সামনে ভারত

Follow Us

হানঝাউ: দিন কয়েক আগে পুরুষদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। তাতে রোহিত শর্মার ভারত দাসুন শানাকার শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বার এশিয়া সেরা হয়েছে। এ বার আরও একটা ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। আর সেটা হবে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে। আজ রবিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ক্রিকেটে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে স্মৃতি মান্ধানার ভারত। এ বারের এশিয়াডে মেয়েদের ক্রিকেটে দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাতে নিদা দারের পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন চামারি আতাপাত্তুরা। এ বার আগামিকাল সোনার পদকের শেষ লড়াইয়ে নামবে ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়াডে মেয়েদের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ৭৫ রান। লঙ্কান বোলারদের আঁটোসাটো বোলিংয়ের ফলে পাকিস্তানের মাত্র ৩ ব্যাটার ২ অঙ্কের রান তুলতে পেরেছেন। পাক টিমের হয়ে সর্বাধিক রান করেছেন ওপেনার শাওয়াল জুলফিকার (১৬)। অধিনায়ক নিদা দার করেন মাত্র ৯ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন উদেশিকা প্রাবোধানি। ২টি উইকেট পান কবিশা দিলহারি। আর একটি করে উইকেট পেয়েছেন ইনোশি প্রিয়দর্শিনী, আচিনি কুলাসুরিয়া ও ইনোকা রাণাবীরা।

৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ফেলেন শ্রীলঙ্কার মেয়েরা। ২১ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছেন চামারি আতাপাত্তুরা। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান করেছেন হর্ষিতা সমরবিক্রমা (২৩)। অধিনায়ক চামারি করেছেন ১৪ রান। লঙ্কান ওপেনার অনুষ্কা সঞ্জীবনী করেন ১৫ রান। আর শেষ অবধি ১৮ রানে অপরাজিত থাকেন নীলাক্ষী ডি সিলভা। ৬ উইকেটে সেমিফাইনালে জিতল শ্রীলঙ্কা।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিলেন ভারতের মেয়েরা। আগামিকাল এশিয়ান গেমসে মেয়েদের ফাইনালে মুখোমুখি হবেন চামারি আতাপাত্তু এবং হরমনপ্রীত কৌররা। ভারতীয় সময় অনুসারে সেই ম্যাচ হবে সকাল ১১.৩০ মিনিটে।

Next Article