India vs Sri Lanka: ইডেনে কুলদীপ-সিরাজের দাপট, ২১৫ রানে গুটিয়ে গেল লঙ্কা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 12, 2023 | 5:15 PM

পেস-স্পিনের জোড়া ফলা। ইডেনে গার্ডেন্সে ২১৫ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। জয়ের জন্য ২১৬ রান তুলতে হবে ভারতকে।

India vs Sri Lanka: ইডেনে কুলদীপ-সিরাজের দাপট, ২১৫ রানে গুটিয়ে গেল লঙ্কা
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ম্যাচ শুরু আগে শোনা গেল কাঁধে চোট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে প্রথম একাদশে কুলদীপ যাদব (Kuldeep Yadav)। একসময় কেকেআরে খেলা এই চায়নাম্যান বোলারের খুব পরিচিত ইডেনের মাঠ। সুযোগ পুরোমাত্রায় কাজে লাগালেন তিনি। ইডেনে নেমে তিন উইকেট পকেটে পুরলেন। তিনটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। পেস ও স্পিনের জোড়া ফলায় রান তুলতে নাভিশ্বাস উঠল লঙ্কা দলের। তেমন বড় স্কোর গড়ার সুযোগই পেলেন না। সর্বোচ্চ ৫০ রান নুয়ান্দু ফার্নান্ডোর। ৩৯.৪ ওভারে ২১৫ রানেই অলআউট দাসুন শনাকার দল। ভারতের লক্ষ্য ২১৬। ওডিআই ফরম্যাটে সহজ লক্ষ্যমাত্রা বলাই চলে। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য় ।

কুলদীপের শিকারের তালিকায় কুশল মেন্ডিস, চরিত আসালঙ্কা এবং অধিনায়ক দাসুন শনাকা। ১৭তম ওভারের শেষ বলে কুলদীপ যাদব দ্বিতীয় ব্রেক থ্রু দেন ভারতীয় শিবিরকে। কুশল মেন্ডিসকে লেগ বিফোর করেন। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন কুশল। যদিও তাঁর আবেদন কাজে লাগেনি। দাসুন শনাকাকে আউট করে ব্যক্তিগত দ্বিতীয় উইকেট নেন। কুলদীপের ডেলিভারি শানাকার লেগ স্টাম্প ছিটকে দেয়। অনবদ্য় ছন্দে থাকা কুলদীপ চরিত আসালঙ্কাকে ফিরিয়ে তৃতীয় উইকেট নেন। নিজের বোলিংয়ে ক্য়াচও তাঁর হাতেই গিয়ে পড়ে।

ভারতকে প্রথম ব্রে থ্রু দেন মহম্মদ সিরাজ। দীর্ঘ সময় আউটসুইং দিচ্ছিলেন। পঞ্চম ওভারের শেষ বলে একটা ডেলিভারি ভেতরে আনতেই উইকেট ছিটকে যায় আবিষ্কা ফার্নান্ডোর। শেষদিকে পরপর ধাক্কা দেন সিরাজ। ৩৯ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ফেরান দুনিত ওয়েলালাগে, লাহিরু কুমারাকে। লাহিরু ফিরতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এছাড়া দুটি উইকেট নিয়েছেন উমরান মালিক, একটি অক্ষর প্যাটেলের। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫০ রান করে ওপেনার নুয়ানিন্দু ফার্নান্ডো। শ্রীলঙ্কার হয়ে আজ ওডিআইতে ডেবিউ হল তাঁর। প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি। অর্ধশতরানের পর রানআউট হয়ে ফেরেন ফার্নান্ডো। দ্রুত বল তুলে উইকেটকিপার লোকেশ রাহুলকে থ্রো করেন শুভমন গিল।এরপর কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েলালাগেরা সামান্য চেষ্টা করলেও বড় স্কোর গড়তে ব্যর্থ। যার ফল হিসেবে নির্ধারিত ওভারের অনেক আগেই গুটিয়ে যায় লঙ্কা টিম।

Next Article