T20 World Cup 2022: মেয়াপ্পানের হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে অঙ্কে রাখলেন নিশাঙ্ক ও বোলাররা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 18, 2022 | 6:15 PM

Sri Lanka vs UAE: ব্যাটিংয়ে একা কুম্ভ হয়ে লড়েছিলেন পাথুম নিশাঙ্ক। জয় উপহার দিলেন বোলাররা। শ্রীলঙ্কা শিবিরে জয়ের পরও কিছুটা চিন্তা, ১৭ তম ওভারে চোটের জন্য মাঠ ছাড়েন পেসার দুষ্মন্ত চামিরা।

T20 World Cup 2022: মেয়াপ্পানের হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে অঙ্কে রাখলেন নিশাঙ্ক ও বোলাররা
অনবদ্য ইনিংসের পথে পাথুম। ডানদিকে হ্যাটট্রিককারী কার্তিক।
Image Credit source: twitter

Follow Us

জিলং : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার ১২-এর দৌঁড়ে টিকে থাকতে জিততেই হত শ্রীলঙ্কাকে। ব্যাটিং বিপর্যয় সামলে, বোলিং দাপটে জিতল শ্রীলঙ্কা। আরব আমিরশাহিকে (Sri Lanka vs UAE) ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নেট রান রেটও ভাল করল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছিল এশিয়া সেরা শ্রীলঙ্কা (Sri Lanka)। দাসুন শানাকার নেতৃত্বে এশিয়া কাপেও লজ্জার শুরু হয়েছিল তাদের। গ্রুপ পর্বের শেষ দিকে জ্বলে উঠেছিল শ্রীলঙ্কা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপের মঞ্চে শুরুটা খারাপ হলেও এ দিন অনবদ্য প্রত্যাবর্তন। আরব আমিরশাহির লেগ স্পিনার কার্তিক মেয়াপ্পানের হ্যাটট্রিক বিফলে গেল। ব্যাটিংয়ে একা কুম্ভ হয়ে লড়েছিলেন পাথুম নিশাঙ্ক। জয় উপহার দিলেন বোলাররা। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? বিশ্লেষণে TV9Bangla

প্রচণ্ড গরমের দেশ আরব আমিরশাহি। শ্রীলঙ্কার পরিস্থিতিও কার্যত তাই। গ্রুপ এ ম্যাচ খেলছে জিলংয়ে। সেখানকার তাপমাত্রা ৮-১০ ডিগ্রির মতো। মানিয়ে নিতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। এ দিন ম্যাচের পর তা স্বীকারও করে নেন আরব আমিরশাহি অধিনায়ক রিজওয়ান। ম্যাচ হারের কারণ অবশ্য তাঁর দলের ব্যাটিং। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরশাহি। কুশল মেন্ডিস-পাথুম নিশাঙ্ক জুটি ভালো খেলছিলেন। কুশল ফিরতেই কিছুটা চাপে শ্রীলঙ্কা। তবে তাঁদের ব্যাটিং বিপর্যয়ের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় দ্বাদশ ওভার। ধনঞ্জয় ডি’সিলভা (৩৩) রান আউট হয়ে ফেরেন। ইনিংসের ১৫তম ওভারে ভানুকা রাজাপক্ষ, চরিত আসালঙ্কা এবং শ্রীলঙ্কা অধিনায়ক দাসুনকে ফিরিয়ে হ্যাটট্রিক কার্তিক মেয়াপ্পানের। টি২০ বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির তাঁর। প্রথম ১০ ওভারে ৮৪-১ স্কোর ছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ২০ ওভারে ১৫২-৮। নিশাঙ্ক ৭৪ রানের ইনিংস না খেললে, এই অবধি পৌঁছানো সম্ভব হত না।

টি-টোয়েন্টি ফরম্যাটে লক্ষ্যটা খুব বড় নয়। অস্ট্রেলিয়ায় সাধারণত বড় বাউন্ডারি হয়। তবে জিংলয়ের মাঠে বাউন্ডারিও তুলনামূলক ছোট। আরব আমিরশাহির ব্যাটিং একেবারেই ভরসা দিতে পারল না। জয় দূর অস্ত হারের ব্যবধান কমাতেও ব্যর্থ। শ্রীলঙ্কাকে শুরুর সাফল্য দেন পেসার দুষ্মন্ত চামিরা। ইনিংসের তৃতীয় ওভারে ২ রানে ২ উইকেট নিয়ে স্পেল শুরু করেন দুষ্মন্ত। পঞ্চম ওভারে আরেকটি উইকেট। পাওয়ার প্লে-তেই ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আরব আমিরশাহি। এরপর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং বাকি বোলাররা মিলে জয় সম্পূর্ণ করেন। ১৭.১ ওভারে মাত্র ৭৩ রানেই অলআউট আরব আমিরশাহি। শ্রীলঙ্কা শিবিরে জয়ের পরও কিছুটা চিন্তা, ১৭ তম ওভারে চোটের জন্য মাঠ ছাড়েন পেসার দুষ্মন্ত চামিরা। এমনিতেই তিনি চোট প্রবণ। এশিয়া কাপে পাওয়া যায়নি। এ দিনের চোট গুরুতর হলে, সমস্যায় পড়বে শ্রীলঙ্কা শিবির।

Next Article