মিরপুর: ক্রিকেট পাগল বাংলাদেশ এখন মেতে ফুটবলে। কেউ বা ব্রাজিলের জন্য রাত জাগছেন, অনেকে আর্জেন্টিনার। জার্মানি ছিঁটকে যাওয়ায় অনেকের রাতের ঘুম উড়েছে। এরই মধ্যে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ওয়ান ডে সিরিজ। রাত জেগে ফুটবল দেখা যেমন মিস করা যাবে না, তেমনই ক্রিকেট আবেগ থেকেই বা দূরে থাকবেন কীভাবে! টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকাদের। বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দলই বেছে নেওয়া হয়েছে। প্রাথমিক স্কোয়াডে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে রাখা হয়েছিল। যদিও ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জাডেজা। এশিয়া কাপে চোট পেয়েছিলেন, অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ওয়ান ডে সিরিজের আগে দুই শিবির কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, তুলে ধরল TV9Bangla।
রবিবার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি তামিত ইকবাল ও পেসার তাসকিন আহমেদের চোট। দু-জনই এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাসকিনের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। তামিমের অনুপস্থিতিতে বাংলদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। নেতৃত্বের অভিষেক হতে চলেছে লিটনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৫ রানে হারে বাংলাদেশ। অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন লিটন। তাঁর ২৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস জয়ের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। বৃষ্টিতে মনসংযোগে ব্যাঘাত ঘটে। লিটন আউট না হলে হয়তো ম্যাচ জিতিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। এ বার আরও অনেক বেশি দায়িত্ব। ব্যাট হাতেও যেমন দলকে ভরসা দিতে হবে তেমনই নেতৃত্বেও। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-র আগে সাংবাদিক সম্মেলনে লিটন বলেন “অধিনায়কত্বে সেরাটা তুলে ধরব। পুরো দমে চেষ্টা করব সিরিজ জয়ের।”
বিশ্রাম থেকে তরতাজা হয়ে ফিরেছেন রোহিত, বিরাটরা। তারকা সমৃদ্ধ দল হলেও বাংলাদেশের মাটিতে তাদের হালকা নেওয়ার জায়গা নেই। সদ্য নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজে হেরেছে ভারত। বৃষ্টির জন্য মাত্র একটি ম্যাচ সম্পূর্ণ হয়েছিল। ৩০০-র বেশি স্কোর গড়েও ডিফেন্ড করতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে মহম্মদ সামি ছিটকে যাওয়ায় কিছুটা অস্বস্তি ভারতীয় শিবিরেও। ব্য়াটারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। বাংলাদেশের মন্থর পিচে শট খেলা সহজ নয়। ভারত অধিনায়ক রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না। বাংলাদেশ দল সমান ভাবে টক্কর দেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে বাংলাদেশ কেমন খেলেছিল, মনে আছে। লিটনের দুরন্ত ইংনিসের কথাও মাথায় রয়েছে। ৭-৮ বছরের মধ্যে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্য়াটিং লাইন আপ খুবই ভালো।”
ভারত বনাম বাংলাদেশ, সকাল ১১.৩০