Steve Smith: নেট দুনিয়ায় ঝড় তুললেন স্টিভ স্মিথ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 19, 2021 | 7:52 PM

এক ঘন্টার মধ্যেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ দেখে ফেলেন ভিডিও। বুধবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন। যদিও খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি, তবে আরবে দেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে গিয়েছেন। ঠিক একই রকম অবস্থায় আছেন ম্যাক্সওয়েল, স্টোইনিসরা। তাঁরাই অস্ট্রেলিয়া দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

Steve Smith: নেট দুনিয়ায় ঝড় তুললেন স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ। ছবি: টুইটার

Follow Us

দুবাই: স্টিভ স্মিথ (Steve Smith)। অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটার একজন বড় তারকা। আবার নানা কারণে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তবে এ বার কোনও বিতর্কের জন্য। প্রস্তুতি ম্যাচে দুরন্ত একটা ক্যাচ নিয়ে নেট দুনিয়ার ঝড় তুলেছেন প্রাক্তন অজি অধিনায়ক। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সতীর্থ অ্যাস্টর অ্যাগারের সঙ্গে রিলে ক্যাচ স্টিভ স্মিথের।

টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচের ১৮ ওভারের শেষ বল। কেন রিচার্ডসনের বল তুলে খেললেন নিউজিল্যান্ডের ব্যাটাক মিচেল স্যান্টনার। টিভি ক্যামেরায় দেখে মনে হচ্ছিল লম্বা ছয়। কিন্তু বল যতটা ওপরে উঠেছিল ততটা দূরে যায়নি। একেবারে বাউন্ডারি লাইনে বল। স্টিভ ধরলেন, কিন্তু বুঝলেন আর এক পা এগোলেই তিনি ও বল লাইনের ওপারে। স্মিথের সামনেই তখন দাঁড়িয়ে অ্যাস্টন অ্যাগর। স্টিভ বলটা ঠেলে দিলেন অ্যাস্টনের দিকে। নিজে চলে গেলেন বাউন্ডারির বাইরে। অফিসিয়াল হিসেবে ক্যাচে নাম থাকবে অ্যাস্টন অগ্যারের। কিন্তু আসলে ক্যাচটা স্টিভ স্মিথ না থাকলে সম্ভব হত না। এই ক্যাচের ভিডিওটাই শেয়ার করেছে আইসিসি। সোশ্যাল মিডিয়া সাইটে আইসিসি লিখেছে টেক এ বাউ স্টিভ স্মিথ।

 

 

এক ঘন্টার মধ্যেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ দেখে ফেলেন ভিডিও। বুধবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন। যদিও খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি, তবে আরবে দেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে গিয়েছেন। ঠিক একই রকম অবস্থায় আছেন ম্যাক্সওয়েল, স্টোইনিসরা। তাঁরাই অস্ট্রেলিয়া দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

৫০ ওভারের ক্রিকেটে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও টি-২০ ক্রিকেটে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি অজিরা। তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) আগেই জানিয়েছেন, বিশ্বকাপের ট্রফি ছাড়া আর কিছু দেখছেন না তাঁরা। সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার টি-২০ পারফম্যান্স খুব খারাপ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাদ দিলে শেষ ১০টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছেন অ্যারন ফিঞ্চরা (Aaron Finch)। যদিও অস্ট্রেলিয়াররা বলছেন অতীতের খারাপ পারফরম্যান্স বিশ্বকাপ অভিযানে কোনও প্রভাব ফেলবে না। এবার তাঁরা পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছেন।

Next Article