T20 World Cup 2021: ধোনির কাছ থেকে অনেক কিছু শিখতে চান রাহুল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2021 | 9:18 AM

রাহুল বলেছেন, 'ধোনিভাইকে ওর ক্যাপ্টেন্সির সময় ড্রেসিংরুমে পেয়েছি। ওর ঠান্ডা স্বভাবটা ভীষণ ভালো লাগে। আগামী ক'টা দিন ওর মাথা চিবিয়ে খাব। ক্রিকেট বোঝার জন্য, ক্যাপ্টেন্সি শেখার জন্য, ক্রিকেটের খুঁটিনাটি জানার জন্য।'

T20 World Cup 2021: ধোনির কাছ থেকে অনেক কিছু শিখতে চান রাহুল
লোকেশ রাহুল ও ধোনি। ছবি: টুইটার

Follow Us

দুবাই: বিশ্বকাপে ভালো পারফর্ম করার জন্য মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক ব্যবহার করতে চান লোকেশ রাহুল (KL Rahul)। ২৪ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি যাত্রা শুরু করবে ভারত। বিরাট কোহলির টিম যাতে সেরাটা দিতে পারেন, কুড়ি-বিশের ক্রিকেটে যাতে স্ট্র্যাটেজি করতে অসুবিধা না হয়, তার জন্য ধোনিকে মেন্টর হিসেবে নেওয়া হয়েছে। চেন্নাইকে আইপিএল জেতানো ৪০ বছরের এমএসডি প্রতিপক্ষ টিমের কাছে ফ্যাক্টর হতে পারেন, মনে করছে বিশেষজ্ঞমহল।

রাহুল বলেছেন, ‘আমাদের কারওরই মনে হয় না, ধোনিভাই আইপিএলে ওর শেষ ম্যাচ খেলে ফেলেছে। চেন্নাই এ বারের আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল। সেই ধোনিকে এ বার মেন্টর হিসেবে পাব আমরা। ওর নেতৃত্বে খেলেছি। ও বরাবরই আমাদের কাছে মেন্টরই ছিল।’

একই সঙ্গে রাহুল বলেছেন, ‘ধোনিভাইকে ওর ক্যাপ্টেন্সির সময় ড্রেসিংরুমে পেয়েছি। ওর ঠান্ডা স্বভাবটা ভীষণ ভালো লাগে। আগামী ক’টা দিন ওর মাথা চিবিয়ে খাব। ক্রিকেট বোঝার জন্য, ক্যাপ্টেন্সি শেখার জন্য, ক্রিকেটের খুঁটিনাটি জানার জন্য।’

৪০ বছরেও ধোনি দারুণ ফিট। যে কারণে এখনও খেলতে পারছেন। যা নিয়ে রাহুল নিজেও বলেছেন, ‘ফিটনেসে ধোনিভাই আমাদের যে কোনও প্লেয়ারকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিতে পারে। সেই সঙ্গে ও কিন্তু অনেক দূর শট মারতে পারে। শারীরিক ভাবে যেমন সক্ষম, তেমনই উইকেটের মাঝে দ্রুত গতিতে দৌড়তে পারে। সেই আগের মতোই ফিট দেখতে পাচ্ছি ওকে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচে রাহুল ৫১ করেছেন। ঈশান কিষাণও করেছেন ৭০। ওই ম্যাচে নামার আগে বিরাট আবার বলে দিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন রাহুলই। আইপিএলে দারুণ ফর্মে থাকার কারণেই তাঁকে মিডল অর্ডারে ঠেলতে চাইছে না টিম। ওই ম্যাচ নিয়ে রাহুল বলছেন, ‘বিশ্বকাপে নামার জন্য আমরা মুখিয়ে রয়েছি। টিমের প্রত্যেকে ট্রেনিং সেশনগুলোতে সেরাটা দিতে চাইছে। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আমরা ছিটকে গিয়েছিলাম। ওটা কিন্তু এখনও ক্ষত হয়ে রয়েছে আমাদের মনে। যে কারণে এ বার আরও বেশি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই।’

 

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপের আগেই দুবাইয়ে ক্যাপ্টেন কোহলির মূর্তি উন্মোচন

Next Article