T20 World Cup 2021: বিশ্বকাপের আগেই দুবাইয়ে ক্যাপ্টেন কোহলির মূর্তি উন্মোচন
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের আগে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে বিরাট কোহলির মূর্তি উন্মোচন করা হয়। এ বার মরুশহরে টি-২০ বিশ্বকাপের আগে দুবাইয়ে ভারত অধিনায়কের মূর্তি উন্মোচন করা হল। গত সপ্তাহ থেকেই দুবাইয়ে মাদাম তুসোর মিউজিয়াম জনপ্রতিনিধিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারতীয় দলের জার্সিতে ব্যাট হাতে বিরাট কোহলির এই মূর্তি নিঃসন্দেহে বিরাটপ্রেমীদের মন কেড়ে নিয়েছে।
দুবাই: ২৪ তারিখ দুবাইয়ে (Dubai) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে (Indian Cricket Team) ঘিরে এ বার প্রত্যাশা গগনচুম্বী। আইপিএল (IPL) খেলার সুবাদে মরুশহরের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিয়েছেন কোহলি-রাহুলরা। ভারতকেই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ অভিযানের আগেই ক্যাপ্টেন কোহলির (Virat Kohli) মূর্তি উন্মোচন হল দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে (Madame Tussauds Museum)।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের আগে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে বিরাট কোহলির মূর্তি উন্মোচন করা হয়। এ বার মরুশহরে টি-২০ বিশ্বকাপের আগে দুবাইয়ে ভারত অধিনায়কের মূর্তি উন্মোচন করা হল। গত সপ্তাহ থেকেই দুবাইয়ে মাদাম তুসোর মিউজিয়াম জনপ্রতিনিধিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারতীয় দলের জার্সিতে ব্যাট হাতে বিরাট কোহলির এই মূর্তি নিঃসন্দেহে বিরাটপ্রেমীদের মন কেড়ে নিয়েছে।
এ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ভারত। কোহলি রান না পেলেও দুরন্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল আর ঈশান কিশান। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা। তার পরই ২৪ তারিখ চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।
আরও পড়ুন: T20 World Cup 2021: শিশির ফ্যাক্টর দেখেই দলের কম্বিনেশন ঠিক করব: শাস্ত্রী