লর্ডস : জমে উঠেছে অ্যাসেজের (Ashes) দ্বিতীয় টেস্ট। লর্ডসে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার মধ্যে সেঞ্চুরি পূর্ণ করলেন অজি তারকা স্টিভ স্মিথ (Steve Smith)। জেমস অ্যান্ডারসনের বলে ৪ মেরে টেস্ট কেরিয়ারের ৩২তম শতরান পূর্ণ করলেন স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩৩৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে অজিরা। প্রথম দিনের শেষে স্মিথ নিজের ৩২তম টেস্ট সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে ছিলেন। দ্বিতীয় দিন অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে ব্যাক্তি সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। ১৬৯ বলে সেঞ্চুরি করার পথে স্মিথের ব্যাটে এসেছে ১৪টি চার। ক্রিকেট বিশ্বের ‘ফ্যাব ফোর’-এর মধ্যে একজন স্টিভ স্মিথ। টেস্টে সেঞ্চুরির দিক থেকে তাঁর থেকে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), জো রুট, কেন উইলিয়ামসনরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লর্ডসে কেরিয়ারের ৩২তম টেস্ট শতরান করলেন অজি তারকা স্টিভ স্মিথ। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ওভালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এজবাস্টনে স্মিথের ব্যাট জ্বলে ওঠেনি। এক ম্যাচ পর ফের শতরান করলেন স্মিথ। উল্লেখ্য, ক্রিকেটের মক্কায় স্মিথের কেরিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ এটি।
বিশ্ব ক্রিকেটে এখন ‘ফ্যাব ফোর’ বলা পরিচিত বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট আর কেন উইলিয়ামসন। স্মিথ আজ, কেরিয়ারের ৩২তম শতরান করলেন। তাঁর থেকে পিছনে রয়েছেন কোহলি-রুট-উইলিয়ামসনরা। ‘ফ্যাব ফোর’ এ স্মিথের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে জো রুটের (৩০টি), বিরাট কোহলি (২৮টি) ও কেন উইলিয়ামসন (২৮টি)।
লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে অজি কিংবদন্তি স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে অজিদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিংয়ের (৪১টি)। তাঁর পরই রয়েছেন স্টিভ স্মিথ (৩২টি) ও স্টিভ ওয়া (৩২টি)।
টেস্ট ক্রিকেট মানে শুধু ডিফেন্স নয়। তেমনই ইংল্যান্ডের বাজবল স্টাইলের মতো প্রতি ডেলিভারিতে শট খেলাও না। বরং পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা। লর্ডসে স্টিভ স্মিথ আরও এক বার সেটাই করে দেখালেন। ইনিংসের শুরুতে ১০০-র ওপর স্ট্রাইকরেটেও রান তুলেছেন। কখনও আবার ৫০-এর স্ট্রাইকরেটে। ধীরস্থির, বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে গড়েছেন ইমারত।
এজবাস্টনে প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি স্মিথ এবং লাবুশেন। যা নিয়ে লর্ডস টেস্টের আগের দিন কটাক্ষ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লাবুশেনকে দু-ইনিংসেই ফিরিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। স্মিথকে প্রথম ইনিংসে স্টোকস আউট করেন, দ্বিতীয় ইনিংসে ব্রড। সেই প্রসঙ্গ টেনেই স্টোকসের কটাক্ষ, ‘প্রথম টেস্টে স্মিথ-লাবুশেনকে চুপ রেখেছিল ব্রডি।’ ইংল্যান্ড অধিনায়ক মুখে বললেন, স্টিভ স্মিথ ব্যাটে জবাব দিলেন।