Sean Williams Century : কোয়ালিফায়ারে তৃতীয় সেঞ্চুরি, স্বপ্নের ব্যাটিং জারি জিম্বাবোয়ের শন উইলিয়ামসের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 29, 2023 | 5:57 PM

CWC Qualifiers 2023 : টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শন উইলিয়ামস। দ্বিতীয় ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচ বাদ দিলে চতুর্থ ও পঞ্চম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন।

Sean Williams Century : কোয়ালিফায়ারে তৃতীয় সেঞ্চুরি, স্বপ্নের ব্যাটিং জারি জিম্বাবোয়ের শন উইলিয়ামসের
Image Credit source: Twitter

Follow Us

হারারে : ঘরের মাঠে বিশ্বকাপ কোয়ালিফায়ারে স্বপ্নের পারফরম্যান্স জিম্বাবোয়ের শন উইলিয়ামসের (Sean Williams)। কোয়ালিফায়ারে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে তিনবার তিন অঙ্কের ঘরে পৌঁছলেন শন। বৃহস্পতিবার, সুপার সিক্সে জিম্বাবোয়ের প্রতিপক্ষ ওমান। প্রথমে ব্যাট করে ৩২৭ রানের বড়সড় রান খাড়া করে জিম্বাবোয়ে (Zimbabwe Cricket)। এই বিশাল স্কোর গড়তে বড় ভূমিকা নিলেন উইলিয়ামস। মাত্র ৮১ বলে সেঞ্চুরি  হাঁকান তিনি। এই নিয়ে টুর্নামেন্টে তৃতীয় শতরান এল শনের ব্যাটে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে ১৭৪ রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এদিন শন হাঁকালেন ১০৩ বলে ১৪২ রান। ১৪টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

একই দিনে জিম্বাবোয়ের ওডিআই ক্রিকেটের ইতিহাসে মাইলস্টোন গড়লেন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের এই তারকা অলরাউন্ডার ওমানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হয়নি ঠিকই তবে চার হাজার রানের গন্ডি টপকে গেলেন তিনি। সবথেকে কম ইনিংসে চার হাজার ওডিআই রান পূর্ণ করলেন তিনি। এদিন ৪২ রানের ইনিংস খেলেন সিকন্দর। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ওপেনিং জুটি জয়লর্ড গাম্বি (২১) এবং ক্রেগ এরভাইন (২৫) ৪৬ রান তোলে। তিন নম্বরে ব্যাট করতে নেমে উইলিয়ামস ও মাধেভেরে জুটিতে ওঠে ৬৪ রান। জিম্বাবোয়ের একশো রানের গন্ডি পার হয়ে যায় এই জুটিতে। এরপর সিকন্দর রাজার সঙ্গে ৫০+ ইনিংস খেলে দলের রান ২০০-র উপরে নিয়ে যান তিনি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শন উইলিয়ামস। দ্বিতীয় ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচ বাদ দিলে চতুর্থ ও পঞ্চম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পঞ্চাশের নিচে স্কোর নেই তাঁর। এই পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন জিম্বাবোয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার। জিম্বাবোয়ে এ বারের ওডিআই বিশ্বকাপ খেলার জোর দাবিদার। ধারাবাহিকতা বজায় থাকলে বছর শেষে ভারতের মাটিতে শন-সিকন্দরদের জাদু দেখা যাবে বইকি।

Next Article