Steve Smith : ওভালে WTC ফাইনালে স্মিথের জন্য কেন হাতজোড় করলেন আম্পায়ার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 10, 2023 | 12:08 AM

IND vs AUS, WTC Final 2023 : ওভালে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তৃতীয় দিন শুরু হয়ে গিয়েছিল অজিদের প্রথম ইনিংস। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২৩। আপাতত কামিন্সের দলের লিড ২৯৬ রানের। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করা ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের উইকেট দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি তুলে নিয়েছেন রবীন্দ্র জাডেজা।

Steve Smith : ওভালে WTC ফাইনালে স্মিথের জন্য কেন হাতজোড় করলেন আম্পায়ার?
Steve Smith : ওভালে WTC ফাইনালে স্মিথের জন্য কেন হাতজোড় করলেন আম্পায়ার?
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন : ওভালে WTC ফাইনালের চতুর্থ দিন ভারতের চাই মিরাকল। কারণ, কোনও মিরাকল ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলাফল ভারতের পক্ষে যাবে না। তৃতীয় দিনের পুরোটা সময় ভারত ব্যাট করতে পারলে তাও একটা কথা ছিল। সে আর হল কই! একে টপ অর্ডার ব্যর্থ। তার উপর অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুরের লড়াকু জুটির পর আর কোনও পার্টনারশিপ হল না। ফলে ভারত যে ‘দ্য আল্টিমেট টেস্ট’-এ বেশ চাপে আছে বলা যায়। তৃতীয় দিনের শেষে যদিও অল্প স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। কারণ, প্রথম ইনিংসে অজিদের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকানো দুই তারকা ক্রিজে নেই। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের উইকেট দ্বিতীয় ইনিংসে খুব তাড়াতাড়ি তুলে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ১২১ রান করা স্মিথ দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৪ রান। তৃতীয় দিনের খেলা চলাকালীন স্মিথের (Steve Smith) একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তাঁর জন্য হাতজোড় করতে বাধ্য হয়েছেন ফিল্ড আম্পায়ার। আসল কারণ কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

স্মিথ কী এমন করলেন, যার ফলে আম্পায়ারকে হাতজোড় করতে হল?

আসলে ওভালে অজিদের দ্বিতীয় ইনিংস চলাকালীন ২১তম ওভারে স্মিথ যখন ব্যাটিং করছিলেন তখন সাইট স্ক্রিনের পাশে বসেছিলেন লাল শার্ট পরা এক ভারতীয় দর্শক। সেই দর্শক স্মিথের দৃষ্টি আকর্ষণ করছিলেন। যে কারণে তিনি খেলা বন্ধ করে ওই দর্শককে তাঁর সিট ছেড়ে অন্য সিটে যাওয়ার ব্যাপারে ইশারা করতে থাকেন। কিন্তু ওই দর্শকটি নিজের সিট থেকে নড়ছিলেন না। এরপরই আসরে নামেন ফিল্ড আম্পায়ার। হাতজোড় করে তিনি ওই দর্শককে তাঁর সিট ছেড়ে অন্যদিকে বসার অনুরোধ জানান।

এই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হতেই ট্রোলড হচ্ছেন স্মিথ। একজন যেমন কমেন্ট করেছেন, ‘ভারত বনাম অস্ট্রেলিার ম্যাচ দেখছিলাম। তখন দেখলাম স্টিভ স্মিথ এক ভারতীয় ফ্যানকে তাঁর সিট পরিবর্তন করার কথা বলেছেন। কারণ ওই দর্শক লাল শার্ট পরেছিলেন। এমনটাও হয়!!! এ বার পরের সপ্তাহে অ্যাসেজের প্রথম দিনই যদি ইংল্যান্ডের সমর্থকরা লাল শার্ট পরে আসেন তা হলে কী হবে?’

Next Article