নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজর কেড়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের নতুন প্রয়াস। কী সেটি? ম্যাচের শেষে সেরা ফিল্ডারদের গলায় পরিয়ে দেওয়া হয় সোনার পদক। ক্রিকেটারদের সম্মান জানাতে এই বিশেষ অভিনব পন্থা অবলম্বন করেছে বোর্ড। ইতিমধ্য়েই রবীন্দ্র জাডেজা, শ্রেয়স আইয়ারদের গলায় ঝুলেছে সেরা ফিল্ডারের পদক। দলের সঙ্গে সেই মুহূর্ত সেলিব্রেশনের ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু হঠাৎ কেন সেরা ফিল্ডার বেছে নেওয়ার ভাবনা এল ভারতীয় বোর্ডের মাথায়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রতি ম্যাচের পর ড্রেসিং রুমে ম্য়াচের সেরা ফিল্ডারকে বেছে নেওয়া, কোচের মুখে তাঁর প্রশংসা ও সতীর্থদের সঙ্গে গলা জড়িয়ে সেলিব্রেশন, ম্যাচ জেতার পর এখন এটাই ভারতীয় টিমের চেনা ছবি। মেন ইন ব্লুদের এমন আনন্দের মুহূর্ত সাক্ষী থাকতে বেশ পছন্দ করে ভক্তরাও। তাই চোখের নিমেষে ভাইরাল হয় এই সেলিব্রেশনের ভিডিয়ো। কিন্তু হঠাৎ সেরা ফিল্ডার বাছাই করার কথা কেন এল ভারতীয় বোর্ডের মাথায়, জানেন? ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের বেশ কিছু ম্য়াচে ভারতের ফিল্ডিং খুব একটা ভালো হয়নি। যাতে ভবিষ্যতে ফিল্ডিংকে আরও মজবুত করা যায় তাই এই দিকে বিশেষ নজর দিতে চেয়েছে বোর্ড। এরপরই ফিল্ডিংকেও সমান মর্যাদা দেওয়ার এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যাতে প্লেয়াররা আরও উৎসাহিত হন।
প্রতি ম্য়াচ শেষে এই সেরা ফিল্ডার বেছে নেওয়ার কাজটি করে থাকেন রোহিতদের ফিল্ডিং কোচ টি দিলীপ। শুধু পদক দেওয়াই নয়, সংক্ষিপ্ত ভাসনে তিনি সেরা ফিল্ডারের প্রশংসাও করে থাকেন। এরপর থাকে বিশেষ চমক। কখনও জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে সেরা ফিল্ডারের নাম, কখনও আবার স্পাই ক্যামেরা চড়ে সেরা ফিল্ডারের কাছে এসে হাজির হয় পুরস্কার। দলের অস্ত্রদের খানিকটা আনন্দ দিতে বোর্ডের এই অভিনব ভাবনাকে কুর্ণিশ জানাচ্ছেন অনেকেই।