নয়াদিল্লি: টানা তিন ম্যাচে পরাজয়, হারের হ্য়াটট্রিক করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে ঠাঁই হয়েছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে ৭-০-এর রেকর্ড ভাঙার স্বপ্ন এখনও অধরা বাবর আজমদের। গত ম্যাচে পড়শি দেশ আফগানিস্তানের কাছে পর্যন্ত হারে পাকিস্তান। এরপরই পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনো নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সামনে বাকি গ্রুপ পর্বের আরও চার ম্যাচ। কটি ম্য়াচ জিতলে সেমি ফাইনালে যেতে পারবে পাকিস্তান? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলেছে পাকিস্তান। যার মধ্যে দুটিতে জিতেছে ও বাকি তিন ম্য়াচে হেরেছে শাহিন আফ্রিদির দল। তাদের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৪ পয়েন্ট। হাতে রয়েছে আরও চার ম্য়াচ। সহজ হিসেব বলছে, যদি এই ম্য়াচগুলির সব কটি নাও জিততে পারে পাকিস্তান, তাও শেষ চারে যাওয়া খুব একটা কঠিন হবে না। বাকি চার ম্য়াচের অন্তত তিনটিতে জিততে পারলেও ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল পাকা করে নিতে পারবে পাকিস্তান।
পয়েন্ট টেবিল বলছে, এখনও কোনও দলই ছিটকে যায়নি সেমিফাইনালের দৌড় থেকে। তবে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাবর আজমরা।
গত বারের বিশ্ব চ্য়াম্পিয়ন ইংল্যান্ড এই বিশ্বকাপে ব্য়াট-বলের সেই ধার এখনও পর্যন্ত দেখাতে পারেনি। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে জায়গা হয়েছে থ্রি লায়ন্সদের। তবে ইংল্যান্ডকেও সেমিফাইনালের দৌড় থেকে বাদ দিলে চলবে না। কারণ যে কোনও মুহূর্তে ঝড় তুলতে পারে ইংল্যান্ড। অন্য়দিকে স্বপ্নের ফর্মে আফগানিস্তান। নতুন করে কোনও অঘটন ঘটিয়ে সেমি ফাইনালের দৌড়ে এই দলও পৌঁছে যেতে পারে। এখন কী হয় কিছুই বলা যাচ্ছে না। পাকিস্তানের ভাগ্যে কী আছে তা দেখার জন্য় অপেক্ষা করতে হবে পরের ম্যাচগুলি পর্যন্ত। পাকিস্তানের পরবর্তী ম্যাচ ২৭ অক্টোবর। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।