ICC World Cup 2023: দিল্লিতে অজিদের মুখোমুখি ডাচরা, ওয়ার্নার-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 25, 2023 | 8:30 AM

Australia vs Netherlands, ICC ODI World Cup 2023: ভারতে চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৪টি করে ম্যাচ খেলেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। অজিদের জয় ২ম্যাচে, হারও ২ ম্যাচে। অন্যদিকে ডাচদের জয় মাত্র ১টি ও হার ৩টি ম্যাচে। একদিকে জয়ের হ্যাটট্রিক লক্ষ্য অজিদের। অন্যদিকে নেদারল্যান্ডস চাইবে ফের একবার ক্রিকেট বিশ্বকে চমকে দিতে।

ICC World Cup 2023: দিল্লিতে অজিদের মুখোমুখি ডাচরা, ওয়ার্নার-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে...
ICC World Cup 2023: দিল্লিতে অজিদের মুখোমুখি ডাচরা, ওয়ার্নার-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে... (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

নয়াদিল্লি: একদিকে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ নামবে অজিরা। অন্যদিকে নেদারল্যান্ডস (Netherlands) চাইবে ফের একবার ক্রিকেট বিশ্বকে চমকে দিতে। ১৬ বছর আগে অস্ট্রেলিয়া (Australia) ও নেদারল্যান্ডস ওডিআইতে মুখোমুখি হয়েছিল। সব মিলিয়ে ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দু’বার দুই দলের সাক্ষাৎ হয়েছিল। তাতে ২ বারই জিতেছিল অস্ট্রেলিয়া। এই পরিসংখ্যান বদলাতে চায় এ বার স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে জেনে নিন দুই দলের ক্রিকেটাররা কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোন গড়তে পারেন —

  1. স্টিভ স্মিথ – ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য স্টিভ স্মিথের চাই আর মাত্র ১টি ছয়। ওডিআই বিশ্বকাপে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য স্মিথকে করতে হবে আর ৯৪ রান।
  2. ডেভিড ওয়ার্নার – ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার হওয়ার জন্য ডেভিড ওয়ার্নারকে করতে হবে আর ১টি শতরান। আর একটি সেঞ্চুরি করলেই ওয়ার্নার টপকে যাবেন রিকি পন্টিংকে।
  3. অ্যাডাম জাম্পা – অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ব্র্যাড হগকে ছাপিয়ে যেতে হলে অ্যাডাম জাম্পাকে আর ৫টি উইকেট নিতে হবে।
  4. মার্কাস স্টইনিস – ওডিআইতে ৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করতে হলে মার্কাস স্টইনিসকে আর ৩টি ছয় মারতে হবে।
  5. স্কট এডওয়ার্ডস – নেদারল্যান্ডসের হয়ে ওডিআইতে সবচেয়ে বেশি অর্ধশতরানের ইনিংস নিজের নামে করার জন্য ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসে আর একটি হাফসেঞ্চুরি করতে হবে।
  6. বাস ডি লিড – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নেদারল্যান্ডসের বাস ডি লিডকে ১০০০ হাজার রান পূর্ণ করার জন্য ১৪২ রান করতে হবে।
  7. বিক্রমজিৎ সিং – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য বিক্রমজিৎ সিংকে করতে হবে আর ৪৬ রান।
Next Article