India vs England 2021: সিরিজে ফিরতে হলে রুটদের অতিমানবিক হতে হবে: গাভাসকর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 23, 2021 | 2:20 PM

বিপক্ষের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর খাড়া করার জন্য ইংল্যান্ড টিম তাদের ক্যাপ্টেন জো রুটের দিকে তাকিয়ে। প্রথম দুটো টেস্টে ৩৮৬ রান করেছেন তিনি। ফর্মেও আছেন। কিন্তু বাকিদের ব্যাটে কোনও রান নেই। যা চাপে ফেলে দিচ্ছে ইংলিশ টিমকে।

India vs England 2021: সিরিজে ফিরতে হলে রুটদের অতিমানবিক হতে হবে: গাভাসকর
সিরিজে ফিরতে হলে রুটদের অতিমানবিক হতে হবে: গাভাসকর

Follow Us

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে যদি টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে হয়, তা হলে ইংল্যান্ডের প্রয়োজন অতিমানবিক পারফরম্যান্স। এমনই মনে করছে সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

লর্ডসে বিরাট কোহলির দুরন্ত জয়ের পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চরম দৈন্যদশা ধরা পড়েছে। জো রুট ছাড়া আর কেউ টিমকে ভরসা দিতে পারেননি। যা নিয়ে তীব্র সমালোচনা করছেন ইল্যান্ডের প্রাক্তনরাও।

সানির ব্যাখ্যা, ‘ভারত শুধু লর্ডসে জেতেনি, মনস্তাত্ত্বিক একটা চাপও তৈরি করেছে। যা থেকে বেরিয়ে এসে তৃতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে হলে কিন্তু অতিমানবিক পারফরম্যান্স দরকার। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনও পরিস্থিতি খেলার গতিমুখ পাল্টে যেতে পারে। নাটকীয় ভাবে যে কেউ খেলায় ফিরে আসে। কিন্তু ইংল্যান্ডকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তা কিন্তু মিরাকল দরকার।’

বিপক্ষের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর খাড়া করার জন্য ইংল্যান্ড টিম তাদের ক্যাপ্টেন জো রুটের দিকে তাকিয়ে। প্রথম দুটো টেস্টে ৩৮৬ রান করেছেন তিনি। ফর্মেও আছেন। কিন্তু বাকিদের ব্যাটে কোনও রান নেই। যা চাপে ফেলে দিচ্ছে ইংলিশ টিমকে।

গাভাসকরের ব্যাখ্যা, ‘লর্ডসে পঞ্চম দিনের শুরুতে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জেতার ভাবনা নিয়েই এগোতে শুরু করেছিল। কিন্তু শেষ দিন পিচের যা হাল ছিল, তাতে ১৮০ রান তোলা কঠিন ছিল। সেখানে ইংল্যান্ড বড় ব্যবধানে হেরে বসে। ওদের ব্যাটিং ভীষণ ভাবে রুট নির্ভর। যদি ও ইনিংসের শুরুটা ভালো না করতে পারে, তা হলে কিন্তু টিমটা চাপ সামলাতে পারছে না। এতটা রুট নির্ভরতা কিন্তু ভালো নয়।’

আরও পড়ুন: India vs England 2021: হেডিংলিতে অনুশীলনে মত্ত কোহলি-পন্থরা

Next Article