IND vs NZ WTC Final 2021: টেস্ট ফাইনালে টাইব্রেকারের কথা ভাবুক আইসিসি, পরামর্শ সানির

Jun 22, 2021 | 2:31 PM

সানির স্পষ্ট কথা, 'যদি বৃষ্টিতে ম্যাচের বাকি দিনগুলো ধুয়ে যায়, তা হলে একটা ফর্মুলা ঠিক করতে হবে আইসিসিকে। যাতে চ্যাম্পিয়ন খুঁজে পাওয়া যায়। সেটা কী হবে, আইসিসিকেই ঠিক করতে হবে। তারপর সিদ্ধান্ত নিক।'

IND vs NZ WTC Final 2021: টেস্ট ফাইনালে টাইব্রেকারের কথা ভাবুক আইসিসি, পরামর্শ সানির
IND vs NZ WTC Final 2021: টেস্ট ফাইনালে টাইব্রেকারের কথা ভাবুক আইসিসি, পরামর্শ সানির

Follow Us

সাউদাম্পটন: বৃষ্টির যা মতিগতি, তাতে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিশ্ব টেস্ট ফাইনাল (WTC Final) হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে। যদি ড্র হয়, তা যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে। যা মোটেও চাইছেন না সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বরং পরামর্শ দিচ্ছেন, আইসিসির (ICC) উচিত টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ী টিম ঠিক করার ফর্মুলা খুঁজে করা। সেটা কী? সানির পরামর্শ, ফুটবলে যেমন টাইব্রেকার রয়েছে, তেমনই কিছু ভাবুক।

সাউদাম্পটনের প্রথম দিন এক বলও হয়নি। পরের দু’দিন খেলা কিছুটা গড়লাও চতুর্থ দিন আবার ধুয়ে গিয়েছে বৃষ্টিতে। পঞ্চম দিনও সেই আশঙ্কা রয়েছে। ম্যাচের ফয়সালা করার জন্য একটা দিন বাড়তি রাখা হয়েছে। কিন্তু তাতেও জয়ী টিম পাওয়া যাবে কিনা, সন্দেহ।

সানির স্পষ্ট কথা, ‘যদি বৃষ্টিতে ম্যাচের বাকি দিনগুলো ধুয়ে যায়, তা হলে একটা ফর্মুলা ঠিক করতে হবে আইসিসিকে। যাতে চ্যাম্পিয়ন খুঁজে পাওয়া যায়। সেটা কী হবে, আইসিসিকেই ঠিক করতে হবে। তারপর সিদ্ধান্ত নিক।’

এই সময় ইংল্যান্ডে ব্যাপক বৃষ্টি হয়। তা জানা সত্ত্বেও কেন বিশ্ব টেস্ট ফাইনাল সাউদাম্পটনে ফেলা হল, তা নিয়েও প্রশ্নের শেষ নেই। করোনা কিছুটা হলেও প্রভাব ফেলেছে। যে কারণে সাউদাম্পটনে ফাইনাল ম্যাচ রাখতে বাধ্য হয়েছিল আইসিসি।

গাভাসকরের কথায়, ‘দু’দিনে তিনটে ইনিংস শেষ করা খুবই কঠিন। দুটো যদি না অস্বাভাবিক খারাপ খেলে। স্বাভাবিক নিয়মে তিনটে ইনিংস এই নির্ধারিত সময়ে শেষ করা কঠিন।’

এখনও পর্যন্ত সাউদাম্পটনে ১৪১.১ ওভার বল হয়েছে। এখনও ১৯৬ ওভার বাকি রয়েছে ম্যাচের। সানির সোজা কথা, ‘ফুটবলে পেনাল্টি শুটআউট আছে। যাতে ম্যাচের ফয়সালা করতে অসুবিধা না হয়। টেনিসে পাঁচ সেটের পর টাইব্রেকার হয়। সে রকম কিছু ভাবতে হবে।’

আরও পড়ুন: India vs New Zealand Live Score, WTC Final 2021 Day 5: এজেস বোলে পঞ্চম দিনের খেলা শুরুর অপেক্ষা

Next Article