মুম্বইয়ে সন্ত্রাস হানার সময় ইংল্যান্ডের পাশে দাঁড়ানো ভুললে চলবে না: সানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 11, 2021 | 1:34 PM

মুম্বইয়ে সন্ত্রাস হানার (26/11 Mumbai Attack) পর কিন্তু সারা বিশ্ব জুড়ে ভারতের তখনকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল, পাকিস্তান, আফগানিস্তানের মতো ভারতও নিরাপদ জায়গা নয়। তারপরও ইংল্যান্ড টিম সিরিজ বাতিল করেনি।

মুম্বইয়ে সন্ত্রাস হানার সময় ইংল্যান্ডের পাশে দাঁড়ানো ভুললে চলবে না: সানি
মুম্বইয়ে সন্ত্রাস হানার সময় ইংল্যান্ডের পাশে দাঁড়ানো ভুললে চলবে না: সানি

Follow Us

ম্যাঞ্চেস্টার: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) দাবি মেনে ম্যাঞ্চেস্টারে বিরাট কোহলি-জো রুটদের পঞ্চম টেস্ট পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির (ECB) এই উদ্যোগ প্রশংসা করছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনিই আবার মনে করিয়ে দিচ্ছেন, ভারতের ভুলে যাওয়া উচিত নয়, ২০০৯ সালে মুম্বইয়ে সন্ত্রাস হানার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাশে দাঁড়িয়েছিল।

সানি বলেছেন, ‘আমার মনে হয়, টেস্ট ম্যাচ পিছিয়ে দেওয়াটা একটা সঠিক সিদ্ধান্ত। একই সঙ্গে কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না, ২০০৮ সালে মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাস হানার পর কিন্তু ইংল্যান্ড টিম ভারতে ফিরে গিয়ে বাকি সিরিজটা খেলেছিল।’

মুম্বইয়ে সন্ত্রাস হানার (26/11 Mumbai Attack) পর কিন্তু সারা বিশ্ব জুড়ে ভারতের তখনকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল, পাকিস্তান, আফগানিস্তানের মতো ভারতও নিরাপদ জায়গা নয়। তারপরও ইংল্যান্ড টিম সিরিজ বাতিল করেনি। দেশে ফিরে গেলেও আবার ভারতে ফিরে বাকি সিরিজ খেলেছিল। সে কথা মনে করিয়ে দিয়ে সানির স্পষ্ট কথা, ‘ওরা কিন্তু সে সময় বলতে পারত, আমরা নিরাপদ বোধ করছি না। তাই আমরা আর বাকি সিরিজ খেলতে ভারতে যাব না। সেটা যদি বলত, সেটা ভুল হত না। তা সত্ত্বেও কিন্তু ওরা সেটা বলেনি। আর এটা মনে রাখতে হবে আমাদের।’

সে সময় ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন কেভিন পিটারসেন। তিনিই চেয়েছিলেন, বাকি সিরিজ শেষ করতে। গাভাসকর বলেছেন, ‘ওটা সম্ভব হয়েছিল কেপির জন্য। ও যদি বলত, না, ভারতে যাব না। তা হলে কিন্তু সিরিজটা আর শেষ হত না। ইংল্যান্ড টিম ফিরে যাওয়ার পর একটা দারুণ টেস্ট সিরিজ খেলেছিল। চেন্নাইয়ে শেষ দিন ৩৮০ রান তাড়া জিতেছিল ভারত।’

ম্যাঞ্চেস্টারের শেষ টেস্ট পরে আবার হবে, এই খবরে খুশি গাভাসকর। তাঁর কথায়, ‘এই মুহূর্তে বাকিটা নির্ভর করছে বিসিসিআইয়ের উপর। বলতে হবে, আমরা আবার ইংল্যান্ডে ফিরব। আগামী বছর আইপিএলের পর সেটা সম্ভব। জুনে আইপিএল শেষ হওয়ার পর কিছুটা সময় পাওয়া যাবে। তারপর এই ম্যাচটা করা যেতেই পারে।’

আরও পড়ুন: T20 World Cup 2021: রোহিতের জোরালো দাবিতেই বিশ্বকাপের দলে অশ্বিন

Next Article