Virat Kohli: বিরাটের ছেড়ে যাওয়া আসনে পন্থকে চান গাভাসকর

গাভাসকর বলেন, 'নির্বাচক কমিটির এই মুহূর্তে এই বিষয়টা খুব চ্যালেঞ্জিং। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি একটা কথা বলতে চাই। এমন একজনকে নেতা হিসেবে বাছা উচিত, যে সমস্ত ফরম্যাটে দলের অটোমেটিক চয়েস। সেটা হলেই কাজটা সহজ হয়ে যাবে। আমি চাই, ঋষভ পন্থ ভারতের অধিনায়ক হোক।'

Virat Kohli: বিরাটের ছেড়ে যাওয়া আসনে পন্থকে চান গাভাসকর
পন্থকে নেতা দেখছেন গাভাসকর। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 9:00 AM

নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) ছেড়ে যাওয়া আসনে ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখতে চান সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। শনিবারই টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়েছেন বিরাট কোহলি। টেস্টের ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধেই সম্ভবত উঠতে চলেছে নেতৃত্বের ব্যাটন। একদিনের ক্রিকেট আর টি-টোয়েন্টির পর লাল বলের ক্রিকেটেও হিটম্যানকে নেতৃত্ব দিতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থকেই টেস্টের নেতা হিসেবে দেখছেন গাভাসকর। সব ধরণের ফরম্যাটেই ঋষভ পন্থ অটোমেটিক চয়েস। তাই তরুণ উইকেটরক্ষককেই টেস্টের নেতা হিসেবে দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ইন্ডিয়া টুডে-তে এক সাক্ষাত্‍কারে গাভাসকর বলেন, ‘নির্বাচক কমিটির এই মুহূর্তে এই বিষয়টা খুব চ্যালেঞ্জিং। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি একটা কথা বলতে চাই। এমন একজনকে নেতা হিসেবে বাছা উচিত, যে সমস্ত ফরম্যাটে দলের অটোমেটিক চয়েস। সেটা হলেই কাজটা সহজ হয়ে যাবে। আমি চাই, ঋষভ পন্থ ভারতের অধিনায়ক হোক। মুম্বই ইন্ডিয়ান্সে রিকি পন্টিং অধিনায়কত্ব ছাড়ার পর রোহিত শর্মার ব্যাটিংয়ে প্রভাব পড়ে। ৩০ কিংবা ৪০ রানের ইনিংসগুলোকে ১০০ কিংবা ১৫০-তে নিয়ে যেতে পারে। ওই একই গুণ ঋষভ পন্থের মধ্যেও রয়েছে। নিউল্যান্ডসে যে রকম সেঞ্চুরি করেছে, সে রকম আরও ইনিংস দেখা এখনও বাকি আছে।’

গাভাসকর যোগ করেন, ‘মনসুর আলি খান পতৌদিকে দেখেছি ২১ বছর বয়সে ক্যাপ্টেন হতে। নরি কন্ট্রাকটর চোট পাওয়ার পর পতৌদির কাঁধে দায়িত্ব দেওয়া হল। তারপর কি সুন্দর ও সেই দায়িত্ব সামলেছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দেওয়ার সময় ঋষভ পন্থের মধ্যে যে গুণ দেখেছি, তাতে আমি আশ্বস্ত। ভবিষ্যতে দলের হয়ে এ রকম আরও অনেক উপভোগ্য জেতাতে দেখব ওকে।’

আরও পড়ুন: Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুষ্কার