IPL 2022: কোহলিদের লজ্জায় ফেলে বিরাট জয় হায়দরাবাদের
রান পাচ্ছেন না শুধু নয়, পরপর দুটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফিরলেন কিং কোহলি। এটা নিশ্চই ভাবাচ্ছে ফাফ ও মাইক হেসেনকে। দলের সব থেকে বড় তারকার এহেন অফ ফর্ম শুধু যে আরসিবির জন্য চিন্তার তা নয়, গোটা টুর্নামেন্টের পোস্টার বয় যে নিজের ইমেজ হারাতে শুরু করেছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৬৮ (১৬.১)
সানরাইজার্স হায়দরাবাদ – ৭২/১ (৮)
মুম্বই: সত্যিই খুব বিচিত্র খেলা এই ক্রিকেট। আর টি-২০ ক্রিকেট হলে কথাই নেই। কবে যে কার দিন সেটা টের পাওয়ার আগেই দিন শেষ। এ বারের আইপিএলে (IPL 2022) এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আজ কোনও চ্যালেঞ্জই জানাতে পারল না। অন্যদিকে আজকের ম্যাচে আন্ডার ডগ হয়ে মাঠে নামা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) খেলা শুরুর পাঁচ ওভারের মধ্যেই সিংহের গর্জন দিতে শুরু করল। তাদের দাপটে ৪০ ওভারের খেলা শেষ মাত্র ২৪ ওভারে। লম্বা টুর্নামেন্টে এমন এক একটা দিন আসে। তাই ফাফের দল নিয়ে গেল গেল রব তোলার কিছু নেই। তবে যেটা সব থেকে আশঙ্কার সেটা, বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। রান পাচ্ছেন না শুধু নয় পরপর দুটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফিরলেন কিং কোহলি। এটা নিশ্চই ভাবাচ্ছে ফাফ ও মাইক হেসেনকে। দলের সব থেকে বড় তারকার এহেন অফ ফর্ম শুধু যে আরসিবির জন্য চিন্তার তা নয়, গোটা টুর্নামেন্টের পোস্টার বয় যে নিজের ইমেজ হারাতে শুরু করেছেন।
An emphatic win for #SRH as they beat #RCB by 9 wickets ??
Splendid performance from Kane & Co. This is one happy group right now ??
They move to No.2 on the points table #TATAIPL | #RCBvSRH | #IPL2022 pic.twitter.com/TocgmvruFL
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর প্রথা বজায় রাখলেন সানরাইজার্স হায়দরাবাদের নেতা কেন উইলিয়ামসন (Kane Williamson)। তখনও কি কেউ জানত, তাঁর বোলাররা ঠিক কি কাণ্ডটা ঘটাতে চলেছেন? প্রথম ওভারে ভুবির মাপা বোলিং। কিন্তু দ্বিতীয় ওভারেই বদলে গেল ছবিটা। মার্কো ইয়ানসেন দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরালেন ফাফ ডু প্লেসিকে। দ্বিতীয় বলে আউট বিরাট। ওভারের শেষ বলে ফিরলেন অনুজ রাওয়াত। খেলাটাই যেন শেষ। আরসিবি সমর্থকরা ভেবেছিলেন ম্যাক্সওয়েল রক্ষা করবেন তাঁদের। কিন্তু ম্যাক্সিও পঞ্চম ওভারে নটরাজনের বলে হাঁটা দিলেন প্যাভেলিয়ানের দিকে। এরপর প্রভুদেশাই ও টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা কার্তিক এবং শাহাবাজও হাঁটা দিলেন। ১০ ওভার শেষ হওয়ার আগেই সাত জন ব্যাটার সাজঘরে। স্কোর বোর্ডে রান ৪৯। নাইটদের বিরুদ্ধে ৪৯ রানে অলআউট হওয়ার সেই ছবিটা আবার যেন ফিরে এল। কতটা যেতে পারবে আরসিবি, সেটাই ছিল প্রশ্ন। উত্তরটা পেতে বেশি সময় লাগেনি। ১৬ ওভার ১ বলে গোটা দলই প্যাভেলিয়ানে। রান মাত্র ৬৮। হায়দরাবাদের হয়ে ৩টি করে উইকেট নিলেন ইয়ানসেন ও নটরাজন। ২টি উইকেট সুচিতের।
প্রশ্নপত্র এত সোজা হলে উত্তর দিতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। অরেঞ্জ আর্মির সেটা হলেও না। অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসনের পার্টনারশিপ ৬৪ রানে পৌঁছে দিল সানরাইজার্সকে। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পাশাপাশি নিজের হাফ সেঞ্চুরিটাও করতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু বল বাউন্ডারি পার করল না। অনুজ রাওয়াতের হাতে বল জমা। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রাহুল ত্রিপাঠি। ৮ ওভারে রান তুলে শুধু ১০ পয়েন্টে পৌঁছে যাওয়াই নয়, রান রেটে একটা লম্বা লাফ দিয়ে লিগের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেনের দল। প্রথম দুটো ম্যাচ হারের পর টানা পাঁচটি ম্যাচ জিতে প্লে-অফের দৌঁড়ে প্রবল ভাবে নিজেদের দাবি পেশ করে ফেলেছেন নটরাজনরা।
আরও পড়ুন : IPL 2022: টানা হারের ধাক্কায় প্লে-অফ থেকে ক্রমশ সরছে শ্রেয়সের কেকেআর