দীপঙ্কর ঘোষাল : ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়া ক্রিকেটে উঠতি তারকা। এই তরুণ ক্রিকেটার অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ভারত সফরে ওয়ান ডে সিরিজে তাঁকে ওপেন করায় অস্ট্রেলিয়া। কেরিয়ারে প্রথম বার ওপেন করতে নেমে ভারতের বিরুদ্ধে নজর কেড়েছিলেন গ্রিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো পেস বোলিং অলরাউন্ডার গ্রিনের জন্য ঝাঁপাবে, এমনটাই প্রত্যাশা ছিল। মিনি অকশনে শেষ অবধি বিশাল দামে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েক ম্যাচে বোলিংয়ে দলকে কিছুটা ভরসা দিলেও ব্যাটিংয়ে ফ্লপ করছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন গ্রিন। তাঁর ইনিংসের সৌজন্যেই সানরাইজার্সকে ১৯৩ রানের লক্ষ্য দেয় মুম্বই। বল হাতেও সাফল্য পেয়েছেন গ্রিন। ম্যাচের সেরাও তিনি। দলের অন্য়ান্য় তরুণরাও ক্রমশ পরিণত হয়ে উঠছেন। তৃপ্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুধু গ্রিনই নন, এ মরসুমের অন্যতম ধারাবাহিক তিলক ভার্মা এই ম্যাচেও রান করলেন। শেষ দিকে ১৭ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তিলক। ২টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি এসেছে তাঁর ব্যাটে। অর্জুন তেন্ডুলকর পাওয়ার প্লে-তে ২ ওভার বোলিং করেন। শেষ ওভারেও তাঁকেই বোলিং দেন। ৩ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও এক ম্যাচ আগেই অভিষেক হয়েছে অর্জুনের। দ্বিতীয় ম্যাচেই উইকেটের খাতা খুললেন। শেষ ওভারে পাঁচ বল করলেন, ৪ রান দিয়ে ১ উইকেট। ম্যাচ শেষে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘বোলিং বিভাগকে গুছিয়ে নিতে হত। অনেকেই রয়েছে যারা প্রথম বার আইপিএল খেলছে। ওদের পাশে থাকাটা খুবই জরুরি। ওরা নিজেদের মতো করে পরিণত হয়ে উঠছে।’
অর্জুন তেন্ডুলকরকে শেষ ওভারে আক্রমণে আনা প্রসঙ্গে রোহিত যোগ করলেন, ‘অর্জুনের সঙ্গে খেলাটা রোমাঞ্চকর। জীবনের একটা বৃত্ত (সচিনের সঙ্গে খেলেছেন, এ বার অর্জুন) সম্পূর্ণ হল যেন। অর্জুন গত তিন বছর ধরেই দলের অংশ। ওকে বেড়ে উঠতে দেখেছি। ও কী করতে চায়, সেটা ভালো ভাবেই বোঝে। নিজের দক্ষতা সম্পর্কে যথেষ্ঠ আত্মবিশ্বাসী। নতুন বলে সুইংয়ের চেষ্টা করছে। তেমনই ডেথ ওভারে ইয়র্কার করছে।’ তেমনই তিলক ভার্মার ডাকাবুকো ব্যাটিংকেও প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত।