লন্ডন: বর্তমানে লন্ডনে রয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী দেবিকা শেঠীও (Devika Shetty)। দীর্ঘ ৬৫ দিন পর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্মরণীয় করে রাখতে লন্ডনের রাস্তায় স্ত্রীর সঙ্গে কোমর দোলালেন স্কাই। শ্রীলঙ্কা (Sri Lanka) সফরের পর কোয়ারান্টিন পর্ব কাটিয়ে বিরাটদের সঙ্গে তিনি ও পৃথ্বী শ (Prithvi Shaw) যোগ দেবেন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে।
বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে ইংল্যান্ড টেস্টে। যার ফলে দেবিকা সূর্যর সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন। দীর্ঘ ৬৫ দিন পর স্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি হয়েছেন সূর্যকুমার। দম্পতির খুশির মাত্রা এতটাই যে, লন্ডনের রাস্তায় তাঁরা খুশিতে নেচেছেনও।
ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করে সূর্যকুমার ক্যাপশনে লেখেন, “দীর্ঘ ৬৫ দিন পর… লন্ডনের রাস্তায় আমার ভালোবাসা দেবিকার সঙ্গে নাচের মুহূর্ত। যেখানে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় পার্টির মতো।”
সূর্যকুমার ও দেবিকার এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: Yuzvendra Chahal: স্ত্রী-শাশুড়ির সঙ্গে কোমর দোলালেন যুজবেন্দ্র চাহাল