IPL 2025, Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের ৮ হাজার, মুম্বই-কেকেআর ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি!

Apr 01, 2025 | 4:04 PM

IPL 2025, Mumbai Indians vs Kolkata Knight Riders: বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে এই রেকর্ড স্কাইয়ের। শুধু তাই নয়, আরও বেশ কিছু কীর্তি হয়েছে এই ম্যাচে। একাধিক প্লেয়ার নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। কী কী রেকর্ড হয়েছে? দেখে নিন এক নজরে।

IPL 2025, Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের ৮ হাজার, মুম্বই-কেকেআর ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি!
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি! পঞ্চম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলস্টোন পার সূর্যকুমার যাদবের। বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে এই রেকর্ড স্কাইয়ের। শুধু তাই নয়, আরও বেশ কিছু কীর্তি হয়েছে এই ম্যাচে। একাধিক প্লেয়ার নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। কী কী রেকর্ড হয়েছে? দেখে নিন এক নজরে।

মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর একপেশে ম্যাচে একাধিক রেকর্ড…

  1. আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে ১০টি ম্যাচে জিতল মুম্বই। তাঁরাই একমাত্র দল যারা একটা ভেনুতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দশটি ম্যাচে জয় পেল।
  2. সোমবারের ম্যাচে ফের একবার সূর্যের ঝলকানি। হার্ড হিটার রাসেল মাসলের রেকর্ডের খুব কাছে শেষ করলেন সূর্য। ৮০০০ রানের মাইলস্টোন পেরোলেন স্কাই। ৫২৫৬ ডেলিভারিতে এই রেকর্ড সূর্যর। রাসেল এই রান করেছিলেন মাত্র ৪৭৪৯টি বল খেলে। দ্রুততম ৮ হাজারের নিরিখে তালিকার প্রথমে রাসেল।
  3. অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্সের অশ্বিন কুমারের। প্রথম ভারতীয় বোলার হিসাবে আইপিএল অভিষেকেই ৪ উইকেট। ম্যাচে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন এই বাঁ হাতি পেসার।
  4. আইপিএলে অভিষেক ম্যাচেই ৪ উইকেটের নিরিখে যোগ হল অশ্বিনী নাম। ভারতের প্রথম, সার্বিকভাবে ৪ নম্বরে অশ্বিনী। এর আগে এই রেকর্ড গড়েছেন আলজারি জোসেফ (১২রান দিয়ে ৬ উইকেট)। অ্যান্ড্রু টাই(১৭ রান দিয়ে ৫ উইকেট)। উদ্বোধনী আইপিএলে শোয়েব আখতার ১১রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।
  5. আইপিএল কেরিয়ারের প্রথম ডেলিভারিতেই উইকেট নিয়েছেন অশ্বিনী। এর আগে প্রথম বলে উইকেট নেওয়ার নজির ছিল চেন্নাই সুপার কিংসের পেসার মাতিসা পথিরানার।
  6. প্রথম ওভার স্পেশালিস্ট মানা হয় ট্রেন্ট বোল্টকে। এ মরসুমে প্রথম দু-ম্যাচে নজর কাড়তে পারেননি। কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট। একমাত্র বোলার যিনি প্রথম ওভারে ৩০ উইকেট নেওয়ার নজির গড়লেন। এর মধ্যে মুম্বইয়ের হয়ে ১১ ও রাজস্থান জার্সিতে ১৯ উইকেট নিয়েছেন প্রথম ওভারে।