ICC ODI World Cup 2023: হারার পর গুরবাজকে নিজের ব্যাট উপহার বাবর আজমের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 24, 2023 | 2:54 PM

Babar Azam: পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে এক নতুন অধ্যায় যোগ করেছে আফগানিস্তান। ২৮৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রশিদ খানরা। শাহিন আফ্রিদিদের হারাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি বেঁধে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন তিনি। ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ।

ICC ODI World Cup 2023: হারার পর গুরবাজকে নিজের ব্যাট উপহার বাবর আজমের
বাবর আজম ও গুরবাজ

Follow Us

চেন্নাই: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা ভালো না হলেও পরে একের পর অক অঘটন ঘটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আফগানরা। প্রথমে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটায় রশিদ খানরা। এরপর আফগানদের শিকার পাকিস্তান (Pakistan)। সপ্তাহের শুরুতেই পাক-বধ করেছে আফগানিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেন রহমানউল্লাহ গুরবাজ। ম্য়াচ শেষে নিজের ব্যাট গুরবাজের হাতে তুলে দেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে এক নতুন অধ্যায় যোগ করেছে আফগানিস্তান। ২৮৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রশিদ খানরা। শাহিন আফ্রিদিদের হারাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি বেঁধে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন তিনি। ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ। অন্য়দিকে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের পরে সেই ব্যাটটি আফগান ব্যাটার গুরবাজের হাতে তুলে দিয়ে সকলের মন জিতে নিয়েছেন বাবর। বাইশ গজের বাইরে যে কোনও লড়াই নেই তা যেন আরও একবার বুঝিয়ে দিলেন বাবর।


শধু উপহার দেওয়াই নয়, গুরবাজের কাঁধে স্নেহের হাত রেখে ছবিও তোলেন পাক অধিনায়ক। এই সুন্দর ছবিটি ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চারিদিক থেকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন হ্যারিসদের অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে এটাই পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের প্রথম জয়। বাবরদের হারিয়ে এখন সপ্তম স্বর্গে আফগানিস্তান। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান পাকা করেছে নবীন উল হকরা।

Next Article