দেশের মাঠে সর্বকালের সেরা টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই, আশাবাদী সৌরভ

Apr 09, 2021 | 5:15 PM

ভারতে করোনার প্রকোপ যদি বেড়ে যায় বিকল্প ভেনু ভাবতে হবে আইসিসিকে (ICC)। ইতিমধ্যেই আইসিসি ভারতের বিকল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।

দেশের মাঠে সর্বকালের সেরা টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই, আশাবাদী সৌরভ
ফাইল ছবি

Follow Us

নয়াদিল্লি: করোনা আবহে দেশের মাঠে আইপিএল (IPL) আয়োজন করেছে ভারতীয় বোর্ড (BCCI)। কিন্তু জৈব সুরক্ষা বলয়ে থেকেও একাধিক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, মাঠ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে জৈব সুরক্ষা বলয় নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এ বছরের শেষের দিকে ভারতেই হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। কিন্তু ভারতে করোনার প্রকোপ যদি বেড়ে যায় বিকল্প ভেনু ভাবতে হবে আইসিসিকে (ICC)। ইতিমধ্যেই আইসিসি ভারতের বিকল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। কিন্তু বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আশাবাদী, ভারতে যে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা, তার সেরা আয়োজন করবে বোর্ড।

অন্যান্য রাজ্যের প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে আসার আমন্ত্রন জানিয়ে চিঠি দিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “আমি আশাবাদী যে, আসন্ন মরসুমে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। পুরো ঘরোয়া মরসুমকে উপভোগও করতে পারব। এবং অক্টোবর-নভেম্বরে ভারতে যে টি-২০ বিশ্বকাপ হবে। সর্বকালের সেরা আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করব।”

আরও পড়ুন: IPL 2021: আরসিবি ছেড়ে যাব কখনও ভাবিনি: বিরাট

চিঠিতে বিসিসিআই সভাপতি আরও লেখেন, “এত দীর্ঘ সময় বায়ো বাবলে থেকে দারুণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য, সমস্ত ঘরোয়া ক্রিকেটার ও বিদেশী ক্রিকেটাররা প্রশংসা পাওয়ার যোগ্য।” করোনার প্রভাব যদি আরও বেশি না বাড়ে তা হলে, জুন-জুলাই মাসে অনুর্ধ্ব-১৯ ছেলেদের ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবে বিসিসিআই। অন্যান্য রাজ্যগুলিকে সেই কথাও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

Next Article