Virat Kohli: বিরাট কোহলি ফের শূন্য! যে ভাবে সেট করলেন হ্যাজলউড…

Jun 24, 2024 | 8:58 PM

ICC MEN’S T20 WC 2024: গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক হয়েছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তাঁকে গোল্ডেন ডাকে ফেরানোর রেকর্ড গড়েছিলেন আমেরিকার বাঁ হাতি পেসার সৌরভ নেত্রভালকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ বল খেলে শূন্য রানে আউট বিরাট কোহলি। জশ হ্যাজলউড তাঁকে দারুণ ভাবে সেট করেন। এমন পরিস্থিতি ছিল ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেও।

Virat Kohli: বিরাট কোহলি ফের শূন্য! যে ভাবে সেট করলেন হ্যাজলউড...
Image Credit source: X

Follow Us

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছিল। সেটায় কোনও ভুলও ছিল না। দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তবে সেই ফর্ম দেখা যাচ্ছিল না বিশ্বকাপে। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা চলছিল। ওপেনিং থেকে পছন্দের তিন নম্বরে ফেরানো উচিত কিনা, এ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। সুপার এইটে অবশ্য ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের শূন্য রানে ফিরলেন।

গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক হয়েছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তাঁকে গোল্ডেন ডাকে ফেরানোর রেকর্ড গড়েছিলেন আমেরিকার বাঁ হাতি পেসার সৌরভ নেত্রভালকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ বল খেলে শূন্য় রানে আউট বিরাট কোহলি। জশ হ্যাজলউড তাঁকে দারুণ ভাবে সেট করেন। এমন পরিস্থিতি ছিল ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেও।

লেন্থ বল করতে করতে হঠাৎই বিরাটকে শর্টপিচ দেন জশ হ্যাজলউড। ওয়ান ডে বিশ্বকাপে এমনই করেছিলেন। কিন্তু তাঁর ক্যাচ মিস করেছিলেন মিচেল মার্শ। এ দিন সেন্ট লুসিয়াতেও পরপর লেন্থ বল, হঠাৎই শর্টপিচ। ব্যাটে ঠিকঠাক সংযোগ হয়নি। অনেকটা দৌড়ে অনবদ্য ক্যাচ নেন টিম ডেভিড। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার শূন্য রানে ফিরলেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড কিন্তু তাঁরই দখলে।

প্রশংসা প্রাপ্য টিম ডেভিডেরও। খুবই কঠিন ক্যাচ ছিল। অনেকটা দৌড়তে হয়। তাও আবার পিছন দিকে। শেষ অবধি অবশ্য হাতে বল জমান টিম ডেভিড।

Next Article