দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাক ফুটে চলে গিয়েছিলেন কোহলির দল। এর পর আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে রানরেটের হিসেবটা পরিস্কার রেখেছিলেন রোহিতরা। কিন্তু সেই হিসেবে যে সেমিফাইনালের টিকিট পাওয়া গেল না। রবিরাতে কোহলিদের ভাগ্য বদলে দিলেন উইলিয়ামসনরা। টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম বার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নামিবিয়া। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে শেষ বার মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। কাপ স্বপ্ন শেষ হলেও শেষ ম্যাচে জেতাই একমাত্র লক্ষ্য কোহলিদের।
ভারত বনাম নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নামিবিয়া ম্যাচটি আজ সোমবার (৮ নভেম্বর) হবে।
ভারত বনাম নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নামিবিয়া ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নামিবিয়া ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নামিবিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম নামিবিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের ইন্সটাগ্রামে কত ফলোয়ার জানেন?
আরও পড়ুন: T20 World Cup 2021: সুপার-১২-তে পাঁচে পাঁচ, এ বার বাবরদের লক্ষ্য কাপ