T20 World Cup 2021: সুপার-১২-তে পাঁচে পাঁচ, এ বার বাবরদের লক্ষ্য কাপ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 07, 2021 | 11:13 PM

ভারতকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছিল পাকিস্তান। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করল রিজওয়ানরা।

T20 World Cup 2021: সুপার-১২-তে পাঁচে পাঁচ, এ বার বাবরদের লক্ষ্য কাপ
T20 World Cup 2021: সুপার-১২-তে পাঁচে পাঁচ, এ বার বাবরদের লক্ষ্য কাপ (ছবি-টুইটার)

Follow Us

পাকিস্তান ১৮৯-৪ (২০ ওভার)
স্কটল্যান্ড ১১৭-৬ (২০ ওভার)
৭২ রানে জয়ী পাকিস্তান

শারজা: পাকিস্তান বনাম স্কটল্যান্ড (Pakistan vs Scotland) ম্যাচে জিতবে কোন দল, সেটা বোধহয় সকলেই আগে থেকে জানত। এ বারের টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান। ভারতকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছিল পাকিস্তান। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করল রিজওয়ানরা। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করলেন শোয়েবরা। সুপার-১২ (Super 12) এর পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে শাহিনরা। এবং টস ভাগ্যও রীতিমতো সঙ্গ দিয়েছে বাবর আজমকে। এ বারের বিশ্বকাপের প্রতিটা ম্যাচের টসেই জিতেছেন তিনি। আজকের ম্যাচেও তার অন্যথা হয় নি। শারজায় টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক নেতা বাবর। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য ছিল গ্রিন আর্মির। সেই লক্ষ্যে সফলও হলেন রিজওয়ানরা।

পাকিস্তানের ইনিংসের শুরুটা অন্যান্য দিনের মতোই ভালো হয়েছিল। স্কোরবোর্ডে ৩৫ রান তোলার পর প্রথম উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লের-র পর হামজা তাহির তুলে নেন মহম্মদ রিজওয়ানের উইকেট। ১৫ রান করে মাঠ ছাড়েন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান। তিন নম্বরে নামেন ফকর জামান। বাবরের সঙ্গে জুটি বেঁধে ২৪ রান তোলেন ফকর। দশ ওভারের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ৮ রান করে সাজঘরে ফেরেন ফকর। এরপর বাবরের সঙ্গে ক্ষণিকের জন্য জুটি বাঁধেন মহম্মদ হাফিজ। বেশিক্ষণ ক্রিজে না থাকতে পারলেও হাফিজের ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি দুর্দান্ত শট। ১৯ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হাফিজ। ততক্ষণে পাকিস্তান পৌঁছে যায় ১১২ রানে। এর পর শোয়েব মালিক এসে দুরন্ত খেলেন। ক্যাপ্টেন বাবর ৬৬ রান করে ক্রিস গ্রিয়েভাসের শিকার হয়ে মাঠ ছাড়েন। তবে শেষ বেলায় মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন শোয়েব। ইনিংসের শেষ দিকে শোয়েব যে মারকাটারি খেলা দেখাতে থাকেন তা বেশ উপভোগ করার মতো। শোয়েবের মাত্র ১৮ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ৬টি দুর্দান্ত ছয় ও ১টি চার। আফিস আলির (৫*) সঙ্গে ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শোয়েব।

স্কটল্যান্ডের সামনে পরিকল্পনামাফিক ১৯০ রানের বড় টার্গেট রাখে বাবর-শোয়েবরা। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ক্যাপ্টেন কাইল কোয়েটজারের উইকেট হারায় স্কটরা। ১৬ বল খেলে ৯ রান করে মাঠ ছাড়েন কোয়েটজার। ১০ ওভারের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় স্কটরা। রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ম্যাথু ক্রস। এরপর ক্রিজে আসেন রিচি ব্যারিংটন। তিনি দলের হয়ে লড়াইটা চালিয়ে যান। হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন। ১১ ওভারের মাথায় পরপর দুটো উইকেট তুলে নেন শাদাব খান। স্কট ওপেনার মুনসি ৩১ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। বড় টার্গেট দেখে এক প্রকার ম্যাচের ফল নিয়ে আন্দাজ করে ফেললেও ব্যারিংটনরা চেয়েছিলেন লড়তে। এবং নির্ধারিত ২০ ওভারই খেললেন তারা। তবে শেষ পর্যন্ত ৭২ রানে স্কটল্যান্ডকে হারাল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে স্কটল্যান্ড। লিগ টেবলের শীর্ষে থেকে এ বার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে বাবর আজমরা। এ বার কাপ নিয়ে ফেরাতেই পাখির চোখ শাহিন শাহ আফ্রিদিদের।

এ বার ১১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে বাবর আজমের পাকিস্তান।

Next Article