শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাবর আজমের পাকিস্তান (Pakistan) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। ভারতকে হারিয়ে বড় সেলিব্রেশন সেরে নিয়েই পরের ম্যাচের জন্য ঝাঁপাতে তৈরি পাকিস্তান। এই ম্যাচে জিতে একপ্রকার বদলা নিতে চাইবেন বাবররা। গত মাসেই নিরাপত্তাজনিত কারণে মাঝপথেই পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওই ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখেনি পিসিবি। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে বদলা নেওয়ার লক্ষ্যে স্থির বাবর আজমের দল। এই পাকিস্তানকে হারানো কঠিন, তা জেনেশুনেই মাঠে নামবে কিউয়িরা। সব মিলিয়ে পরিস্থিতি দেখেই সতর্ক উইলিয়ামসনরাও তৈরি এ বারের টুর্নামেন্ট শুরু করতে।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) হবে।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।