দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান কারওরই ভালো হয়নি। শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে দুই দলকে। গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তো আবার রানার্স আপ ইংল্যান্ডের (England) কাছে ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে। ক্যারিবিয়ানদের হেভিওয়েট ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি ইংরেজদের সামনে। উল্টো দিকে প্রোটিয়া শিবিরও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। আজ দুপুরে দুবাইয়ে যে দলই হারবে, তারাই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাবে। কারণ এই গ্রুপে লড়াইটা বেশ কঠিন।
সুপার টুয়েলভের মেগা ম্যাচে জয়ে ফিরতে মুখিয়ে উভয় দলই। দক্ষিণ আফ্রিকাও (South Africa) সুবিধে করতে পারেনি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। ২০ ওভারে ১১৮ রান করেছিল প্রোটিয়া শিবির। হারের ধাক্কা কাটানোই চ্যালেঞ্জ ক্যারিবিয়ান আর প্রোটিয়াদের কাছে।
ওয়েস্ট ইন্ডিজ দলে হেভিওয়েট ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে রান না পেলেও রাবাদা-নর্টজেদের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া লুইস, সিমন্সরা। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ অনেকটাই শক্তিশালী। স্পিনার কেশব মহারাজ আর তাবারেজ শামসি গত ম্যাচে ভালো বোলিংও করেছিলেন। শট নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকছেন পোলার্ড-হেটমায়াররা। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা সব উইকেটই হারিয়েছে বাজে শট নির্বাচনের জন্য।
দুবাইয়ের উইকেট ব্যাটিং সহায়ক। ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গিয়েছে, পাক দল কি ভাবে সহজে ব্যাটিং করে ম্যাচ বার করে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা দুই দলেই বিগ হিটারের সংখ্যা বেশি। দুবাইয়ের উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতার নজির আছে বেশি। তাই আজ দুপুরের ম্যাচেও সেই টস ফ্যাক্টর।
আরও পড়ুন: T20 World Cup 2021: ‘এই হার খুবই যন্ত্রণাদায়ক’, বললেন গাভাসকর