T20 World Cup 2021: ‘এই হার খুবই যন্ত্রণাদায়ক’, বললেন গাভাসকর

ভারতের হার দেখে বিধ্বস্ত গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'এই হার যন্ত্রণা দিচ্ছে। যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে। আশা করি, শীঘ্রই এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ভারত। কারণ এটা জরুরি। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন উদ্যমে মাঠে নামা উচিত। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া উচিত ভারতের।'

T20 World Cup 2021: 'এই হার খুবই যন্ত্রণাদায়ক', বললেন গাভাসকর
সুনীল গাভাসকর। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2021 | 6:29 PM

দুবাই: পাকিস্তানের (Pakistan) কাছে ১০ উইকেটে হার। লজ্জার হার কিছুতেই মানতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সুপার টুয়েলভে (Super 12) ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা পৌঁছেছিল চরমে। বাবর আজমরা কার্যত উড়িয়ে দেন বিরাটদের (Virat Kohli)। কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে নিয়ে গেল গেল রবও উঠে গিয়েছে। পরের রবিবার নিউজিল্যান্ডের কাছে হারলেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে কোহলিদের।

ভারতের হার দেখে বিধ্বস্ত গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘এই হার যন্ত্রণা দিচ্ছে। যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে। আশা করি, শীঘ্রই এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ভারত। কারণ এটা জরুরি। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন উদ্যমে মাঠে নামা উচিত। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া উচিত ভারতের।’

ম্যাচ হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ‘বাইরে থেকে অনেকেই অনেক কথা বলতে পারে। আমি চাই, তারা মাঠে এসে খেলুক আর এই চাপ সামলাক। এখানে হালকা ভাবে দেখার কোনও সুযোগ নেই। প্রতিপক্ষের নাম আবার যখন পাকিস্তান, তখন গুরুত্ব দিতেই হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান দিই। ভারত-পাক ম্যাচ এমনই, ওই দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা একটা দল হিসেবে মাঠে নেমেছি। আমরা মনে করিনা, একটা ম্যাচ জিতলেই পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব।’

আরও পড়ুন: Michael Jordan: ১.৫ মিলিয়নে বিক্রি কিংবদন্তি জর্ডনের জুতো