Afghanistan vs Scotland Live Score, T20 World Cup 2021: স্কটদের হারিয়ে বড় জয় আফগানিস্তানের
Afghanistan vs Scotland Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান (Afghanistan) ও স্কটল্যান্ড (Scotland) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর তৃতীয় দিন মুখোমুখি হয়েছিল মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) এবং কাইল কোয়র্টজারের স্কটল্যান্ড (Scotland)। স্কটদের বিরুদ্ধে বড় জয় দিয়েই এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করল রশিদ খানরা। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন আফগান ক্যাপ্টেন নবি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে আফগানিস্তান।
স্কটদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯১ রান। বড় টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় স্কটরা। আর মাত্র ১০.২ ওভারেই খেলা শেষ। ৬০ রানে অলআউট হয়ে গেল স্কটল্যান্ড।
আজকের ম্যাচের পর, হেড টু হেডে নজর দিকে দেখা যায় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৭ বারই জিতেছে আফগানরা। এর মধ্যে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। সেই সাক্ষাৎেও শেষ হাসি ফুটেছিল আফগানদের মুখে। শারজায় আজ আরও একবার বাজিমাত করল আফগানিস্তান।
LIVE Cricket Score & Updates
-
১৩০ রানে জিতল আফগানিস্তান
১০.২ ওভারেই খেলা শেষ। ৬০ রানে অলআউট হয়ে গেল স্কটল্যান্ড।
Afghanistan with a comprehensive victory ? #T20WorldCup | #AFGvSCO | https://t.co/qgmElzPLDG pic.twitter.com/ltJW8atadJ
— T20 World Cup (@T20WorldCup) October 25, 2021
-
১০ ওভারে স্কটল্যান্ড ৬০/৮
খেলা বাকি ১০ ওভারের। এরই মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলেছে স্কটরা
-
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়ে চাপে স্কটল্যান্ড। ৬ ওভারে স্কটদের স্কোর ৫ উইকেটে ৩৭
-
৫ ওভারে স্কটল্যান্ড ৩০/৪
স্কটদের ওপর রীতিমতো চাপ ধরে রেখেছে আফগান বোলাররা। ৫ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে স্কটল্যান্ড।
-
এক ওভারে তিন উইকেট মুজিব উর রহমানের খাতায়
চতুর্থ ওভারে স্কটল্যান্ডকে বড়সড় ধাক্কা দিলেন মুজিব উর রহমান। ১ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। মুজিবের প্রথম বলে এক রান তোলেন মুনসি। দ্বিতীয় বলে স্কট ক্যাপ্টেন কাইল কোয়ের্টজারের উইকেট তুলে নেন মুজিব। চতুর্থ ওভারের তৃতীয় বলে ক্যালাম ম্যাকলয়েডকে আউট করেন মুজিব। এরপর দুটো ডট বল। চতুর্থ ওভারের শেষ বলে ফের উইকেট। ওই ওভারে মুজিব উর রহমানের শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রিচি ব্যারিংটন।
A dream start by Afghanistan as @Mujeeb_R88 took three wickets in the over.
Scotland are 28/3 in 4 overs.#AFGvSCO #T20WorldCup2021 pic.twitter.com/IYszdZOS0X
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 25, 2021
-
-
৩ ওভারে স্কটল্যান্ড ২৭/০
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্কটল্যান্ড তুলেছএ ২৭ রান
-
১৯০ রানে থামল আফগানরা
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তুলেছে আফগানিস্তান।
?? finish on 1️⃣9️⃣0️⃣/4️⃣, with major contributions from @Najeebullah, @Gurbaz & @zazai_3.
Let’s back our bowlers to do the job now! ??#AfghanAtalan #T20WorldCup #AFGvSCO
?: @GettyImages pic.twitter.com/TZQRR7LEcC
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 25, 2021
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ১৫২। শেষ তিন ওভারে স্কোরবোর্ডে কত রান তুলতে পারবে আফগানরা সেদিকেই নজর থাকবে।
-
১৫ ওভারে আফগানিস্তান ১২৭/২
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে আফগানিস্তান।
রহমানিউল্লাহ গুরবাজ ৩১*, নাজিবুল্লাহ জাদরান ২৫*
-
১০ ওভারে আফগানিস্তান ৮২/২
১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ২ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে ৮২ রান। দশম ওভারে ৩ রান দিয়ে এক গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ক্রিস গ্রিয়েভাস।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েও ভালো জায়গায় আফগানিস্তান। ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে আফগানিস্তান স্কোরবোর্ডে তুলেছে ৫৫ রান।
-
আফগানিস্তানের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন মহম্মদ শাহজাদ ও হসরতউল্লাহ জাজাই।
-
স্কটল্যান্ডের প্রথম একাদশ
স্কটল্যান্ডের প্রথম একাদশ: কাইল কোয়ের্টজার, জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিচি ব্যারিংটন, মিচেল লিস্ক, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, জস ডেভি, সেফান শারিফ, ব্র্যাড হোয়েল।
Your ??????? team for today#FollowScotland ??????? | #PurpleLids ? pic.twitter.com/ts6QKV0dAi
— Cricket Scotland (@CricketScotland) October 25, 2021
-
আফগানিস্তানের প্রথম একাদশ
আফগানিস্তানের প্রথম একাদশ: মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), হসরতউল্লাহ জাজাই, রহমানিউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান।
Here’s our Playing XI for our first game at the ICC Men’s T20 World Cup 2021 against @CricketScotland @T20WorldCup #AfghanAtalan pic.twitter.com/JwQV3ixazj
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 25, 2021
-
টস আপডেট
টসে জিতল আফগানিস্তান।
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আফগান অধিনায়ক মহম্মদ নবি।
Toss Update: Captain @MohammadNabi007 won the toss and we are batting first pic.twitter.com/xjYhIsPkzi
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 25, 2021
-
নজর রাখুন হেড টু হেডে
হেড টু হেডে নজর দিকে দেখা যায় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৬ বারই জিতেছে আফগানরা। এর মধ্যে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এক বারই সাক্ষাৎ হয়েছে দুই দলের। সেই সাক্ষাৎেও শেষ হাসি ফুটেছিল আফগানদের মুখে।
AfghanAtalan are dominating @CricketScotland in head-to-head record in T20Is. @ACBofficials have played 6 T20Is against them so far in which we have emerged victorious every single time. @T20WorldCup @ICC #ICCT20WC2021 pic.twitter.com/socL29zj36
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 25, 2021
Published On - Oct 25,2021 6:34 PM