দু’মাসের ভামিকার নামে নামপ্লেট

Mar 18, 2021 | 7:12 PM

টিম ইন্ডিয়ার (Team India) আতিথেয়তায় কোনও খামতি রাখছে না আমদাবাদের হোটেল কর্তৃপক্ষ।

দুমাসের ভামিকার নামে নামপ্লেট
সৌজন্যে-বিরাট কোহলি টুইটার

Follow Us

আমদাবাদ: আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্যান্ড টি-২০ (India vs England T20) সিরিজ। তাঁর আগে মোতেরা স্টেডিয়ামে হয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচ। করোনার (COVID-19) জন্য দুই দলের ক্রিকেটাররা বায়ো বাবলের (Bio Bubble) মধ্যে থেকে খেলা চালিয়ে যাচ্ছেন। আমদাবাদের টিম হোটেলে ক্রিকেটারদের ঘরের মতো অনুভূতি দেওয়ার জন্য নতুন প্রয়াস নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বিরাট-অনুষ্কার (Virat Kohli and Anushka Sharma) কন্যা ভামিকার (Vamika) নামে হোটেলের রুমের বাইরে নামপ্লেট সাজিয়েছে আমদাবাদের হায়াত রেজেন্সি।

দু’মাসের ভামিকার নামে নামপ্লেট

২০২০ সালের আইপিএলের সময় থেকে ক্রিকেটারদের বায়ো বাবলে থাকার দিন শুরু। মরুশহরে আইপিএলের পর অস্ট্রেলিয়াতেও বায়ো বাবলের মধ্যে থেকেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। দেশে ফিরে ইংল্যান্ড সিরিজের জন্য ফের বায়ো বাবলে ঢুকে পড়তে হয়েছে ক্রিকেটারদের। তবে দেশের মাঠে খেলার সুবাদে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পেরেছেন ক্রিকেটাররা।

আরও পড়ুন: India vs England 2021, 4th T20, LIVE Score: মোতেরায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

সৌজন্যে-আমদাবাদের হায়াত রেজেন্সি ইন্সটাগ্রাম

আমদাবাদের হোটেল কর্তৃপক্ষ টিম ইন্ডিয়ার সব ক্রিকেটারদের রুমের জন্য আলাদা করে নামপ্লেট তৈরি করেছে। স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে শুধু বিরাটই নয়, হার্দিক পান্ডিয়াও স্ত্রী নাতাশা ও ছেলে অগস্ত্যর সঙ্গে রয়েছেন। তাঁদের রুমেও কাস্টমাইজ বালিশ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে ক্রিকেটাররা বেশ ভালই উপভোগ করছে বিশেষ বন্দোবস্ত। টিম ইন্ডিয়ার আতিথেয়তায় কোনও খামতি রাখছে না আমদাবাদের হোটেল কর্তৃপক্ষ।

Next Article