India vs South Africa: বাভুমাদের বিরুদ্ধে আজ কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেন ইন ব্লু, জানেন?
প্রোটিয়াদের আজ হারালেই ইতিহাসের পাতায় নাম উঠবে টিম ইন্ডিয়ার।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বিশ্বরেকর্ডের (World Record) সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। সিরিজ শুরুর আগে হঠাৎ করেই চোটের কারণে ছিটকে গিয়েছেন এই সিরিজে রোহিত শর্মার জায়গায় ক্যাপ্টেনের দায়িত্বে থাকা কেএল রাহুল। তাঁর বদলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে পন্থের। আর ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্য়াচেই দলকে জিতিয়ে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ঋষভের সামনে। নয়াদিল্লিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতলেই টানা ১৩টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়ে ফেলবে মেন ইন ব্লু। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়বে ভারত। এখনও পর্যন্ত যুগ্মভাবে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে ১২টি করে ম্যাচ জিতে একই তালিকায় রয়েছে ভারত। তবে এ বার এই দুই দেশকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
২০২১ সালের ৩ নভেম্বর থেকে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি অবধি যে কটি টি-২০ ম্যাচে খেলেছে ভারত তাতেই জিতেছে। এই ১২টি ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আর আজ ঋষভ পন্থদের সামনে রয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আজ হারালেই ইতিহাসের পাতায় নাম উঠবে টিম ইন্ডিয়ার।
এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার এর আগের ১২ টি-টোয়েন্টি জয় –
১. আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জয় ভারতের (৩ নভেম্বর, ২০২১)।
২. স্কটল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতের (৫ নভেম্বর, ২০২১)।
৩. নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় ভারতের (৮ নভেম্বর, ২০২১)।
৪. নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের (১৭ নভেম্বর, ২০২২)।
৫. নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৭৩ রানে জয় ভারতের (১৯ নভেম্বর, ২০২১)।
৬. নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৭৩ রানে জয় ভারতের (২১ নভেম্বর, ২০২১)।
৭. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের (১৬ ফেব্রুয়ারি, ২০২২)।
৮. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে জয় ভারতের (১৮ ফেব্রুয়ারি, ২০২২)।
৯. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ রানে জয় ভারতের (২০ ফেব্রুয়ারি, ২০২২)।
১০. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২ রানে জয় ভারতের (২৪ ফেব্রুয়ারি, ২০২২)।
১১. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের (২৬ ফেব্রুয়ারি, ২০২২)।
১২. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের (২৭ ফেব্রুয়ারি, ২০২২)।
ভারত-দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজের আগে হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ১৫বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৬ বার।
লোকেশ রাহুল ও কুলদীপ যাদব আসন্ন সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর, ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় স্কোয়াডে রয়েছেন-
ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।