নয়াদিল্লি: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে চোখ রাঙাচ্ছে করোনা (COVID-19)। আজ, বৃহস্পতিবার সকালে ঋষভ পন্থের (Rishabh Pant) করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এবার বিরাটদের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানির (Dayananda Garani) করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। যার জেরে, বঙ্গ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও (Wriddhiman Saha) আইসোলেশনে থাকতে হবে। কারণ, তিনি ভারতীয় দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দের সংস্পর্শে এসেছিলেন।
সংবাদ সংস্থাকে এক কর্তা বলেছেন, “হ্যাঁ দয়ানন্দ গরানির করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু একটা জিনিসই ভালো যে, তিনি দলের অন্যান্য সদস্যদের সংস্পর্শে খুব একটা আসেননি। তবে ঋদ্ধিমান সাহা তাঁর সংস্পর্শে আসার জন্য আইসোলেশনে রয়েছেন। আমরা আশা করছি তাঁর রিপোর্ট নেগেটিভ আসবে। ঋষভ পন্থের আরও পরীক্ষা হবে। তারপর বিষয়টির নিশ্চিত ধারণা পাওয়া যাবে।”
বর্তমানে বিরাটদের দলের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন এবং তাঁদের সংস্পর্শে যারা এসেছেন সকলেই আইসোলেশনে রয়েছেন। ৪ অগস্ট থেকে জো রুটদের বিরুদ্ধে লাল বলের লড়াই শুরু হবে। তার আগেই ২০ জুলাই থেকে ২২ জুলাই ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রোহিত শর্মাদের। তার আগে বিরাটদের শিবিরে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের বাদ দিয়েই ডারহামে খেলবেন বিরাটরা। তবে চাপও থাকছে ভারতীয় শিবিরে। পন্থ যদি ফিট হতে না পারেন, তা হলে কী হবে? টিমে ঋদ্ধিমান তাঁর বিকল্প কিপার। তাঁকে না পাওয়া গেলে কী হবে, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট বেশ চাপে।