কলকাতা: ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হতে এখনও সাড়ে তিন মাসের মতো দেরি রয়েছে। কিন্তু এখন থেকেই ক্রিকেট প্রেমীদের মনে কড়া নাড়ছে বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট ভক্তদের বিশ্বকাপ নিয়ে এ বারের উত্তেজনা আরও একটু বেশি। কারণ, একটাই। দেশের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপের ট্রফি এসেছিল ভারতীয় শিবিরে। সে বারও বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। যদিও সে বার ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উপর একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ছিল। এ বার ভারত একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। সূচি প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত ৯টি ম্যাচ খেলবে ৯টি ভেনুতে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন যে ৯ ভেনুতে এ বারের ৯টি ম্যাচে খেলবে ভারত, সেখানে তাদের রেকর্ড কেমন?
১) চেন্নাইয়ের চিপকে এর আগে ১৪টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টিতে জিতেছে। এবং ৬টিতে হার। ১টি ম্যাচ অমীমংসিত।
২) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এর আগে ২৫টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১৩টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হার ৬ ম্যাচে। ১টি ম্যাচ অমীংসিত।
৩) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও অবধি ১৮টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১০টিতে জিতেছে ভারত। হেরেছে ৮টি ম্যাচ।
৪) পুনের এমসিএ স্টেডিয়ামে ৭টি ওডিআই ম্যাচে খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ভারতের জয় ৪টি, হার ৩টি।
৫) ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে এখনও অবধি ২টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। তার দু’টিতেই হেরেছে ভারত।
৬) লখনউয়ের একানা স্টেডিয়ামে এর আগে টিম ইন্ডিয়া একটি মাত্র ওডিআই ম্যাচে খেলেছিল। সেটিতে হেরেছিল ভারত।
৭) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে ভারত ২০টি ওডিআই ম্যাচ খেলেছে। যার মধ্যে ১১টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হার ৯টি ম্যাচে।
৮) কলকাতার ইডেন গার্ডেন্সে এর আগে ভারত ২২টি ওডিআই ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৩টিতে জিতেছে ভারত। হার ৮টি, ১টি ম্যাচ অমীমাংসিত।
৯) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে ২১টি ওডিআই ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ১৪টিতে জিতেছিল ভারত। ৭টিতে হার।