রাজীব খান, ঢাকা
ভারতের কাছে টেস্ট সিরিজে ০-২ হার। মীরপুর টেস্টে একটা সময় চালকের আসনে থেকেও জিততে না পার। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা। এ সব দিকে নজর রেখেই নতুন হেড কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে বিদায় ঘণ্টা বাজছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর। টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখেই নতুন হেডকোচের সন্ধানে নামার ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ভারতের মাটিতে আগামী ওয়ান ডে বিশ্বকাপে সাকিবদের দায়িত্বে থাকছেন না এই প্রোটিয়া কোচ, তা অনেকটা আগেই নিশ্চিত ছিল। বিস্তারিত TV9Bangla-য়।
টেস্ট ক্রিকেটে দলকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রমে গুরুত্ব দিতে চায় বিসিবি। একের পর এক হারে সাদা পোশাকের ক্রিকেটে আরও বিবর্ণ টিম বাংলাদেশ। এ বছর মোট দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতেই হার। জয় আর ড্র একটি করে। ভারতের বিপক্ষে ২ ম্যাচের হোম সিরিজে হোয়াইটওয়াশ সাকিবের দল। যদিও ঢাকা টেস্টে জয়ের খুব কাছ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে হয়েছে সাকিবদের। ভবিষ্যতের কথা ভেবে টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে চায় বিসিবি। সে লক্ষ্যে ‘এ’ দলের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ”টেস্ট দলটাকে নতুন করে তৈরি করার জন্য আমাদের নিচের ‘এ’ টিমটাকে ঠিক করতে হবে। ‘এ’ টিমে কিছু প্রমিসিং খেলোয়াড় রয়েছে। ওরা ‘এ’ টিমে খেলুক বা হাই পারফরম্যান্সের থেকে আসুক, ওদের আরও খাটতে হবে, পরিশ্রম করতে হবে। যাতে তারা টেস্ট দলে জায়গা নিতে পারে।”
গত এক বছর ধরে রাসেল ডমিঙ্গোকে নিয়ে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার বিদায় ঘণ্টা বাজতে চলেছে। ওয়ান ডে বিশ্বকাপে টাইগারদের দায়িত্বে থাকছেন না ডমিঙ্গো, তা অনেকটাই নিশ্চিত। জালাল ইউনুস বলেন, ‘দলের ওপর প্রভাব থাকতে হবে কোচের।’ তিনি আরও জানান, সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সও নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। জাকির হাসানের মতো আরও কিছু নতুন ক্রিকেটারকে সুযোগ দিতে চায় ক্রিকেট বোর্ড। এ লক্ষ্যে নতুন সার্চিং মিশন শুরু করতে চায় বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রভাবশালী কর্তা।