IPL and WPL: কী অদ্ভুত! হুবহু মিলে গেল পুরুষ ও মহিলাদের প্রথম আইপিএল ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 05, 2023 | 9:15 AM

শনিবার ইতিহাসে প্রবেশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ খেলা হয়েছে এই দুটি দলের মধ্যে। বিশাল ব্যবধানে ডব্লিউপিএলের প্রথম ম্যাচ জিতে নিয়েছে আইপিএলের সবচেয়ে সফল টিম মুম্বই ইন্ডিয়ান্স।

IPL and WPL: কী অদ্ভুত! হুবহু মিলে গেল পুরুষ ও মহিলাদের প্রথম আইপিএল ম্যাচ

Follow Us

মুম্বই: শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মেয়েদের প্রিমিয়র লিগের আসর (WPL 2023)। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম সাক্ষী থাকল ইতিহাসের। গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা ডব্লিউপিএলের প্রথম ম্যাচে গুজরাটকে ১৪৩ রানে হারিয়ে বিশাল ব্যবধানে জয় হাসিল করে নিয়েছে মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে মুম্বই। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), হেলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কের-এর ব্যাট থেকে ঝড়ের গতিতে এল রান। রান তাড়া করতে নেমে গুজরাট প্রথম থেকেই লাগাতার উইকেট হারাতে থাকে। ২৩ রানে ৭ ব্যাটার হারিয়ে ফেলে তারা। শেষমেশ ৬৪ রানে হেরে যায় গুজরাট। কাকতালীয়ভাবে এই ম্যাচের বিভিন্ন অংশের সঙ্গে মিলে গিয়েছে আইপিএলের (IPL) প্রথম ম্যাচ। কীভাবে? তুলে ধরল TV9 Bangla

২০০৮ সালের ১৮ এপ্রিল অর্থাৎ ১৫ বছর আগে খেলা হয়েছিল প্রথম আইপিএলের প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে। ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের দুরন্ত ইনিংসে প্রথম ম্যাচ থেকেই জমে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ম্যাকালামের শতরানের সৌজন্যে কেকেআর ম্যাচটি জিতে যায় ১৪০ রানের বড় ব্যবধানে।

কোথায় মিল আইপিএল ও ডব্লিউপিএলের প্রথম ম্যাচের মধ্যে?

১. আইপিএলের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করা দল ২০০-র বেশি রান তুলেছিল। ডব্লিউপিএলেও তেমনটাই ঘটেছে। কেকেআর তুলেছিল ২২২ রান। মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ২০৭ রান।

২. অদ্ভুতভাবে দুটি টুর্নামেন্টেরই রান তাড়া করা দল ১৫.১ ওভারে অলআউট হয়ে গিয়েছে।

৩. আইপিএল ও ডব্লিউপিএলের প্রথম ম্যাচে রান তাড়া করা দল তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।

৪. প্রথম ব্যাট করা দুটি দলই জয় হাসিল করেছে। তাও ১৪০ বা তার বেশি ব্যবধানে।

৫. আইপিএলের প্রথম ম্যাচের টপ স্কোরার ম্যাকালামের স্ট্রাইক রেট ছিল ২১৬। ডব্লিউপিএলের প্রথম ম্যাচে সর্বাধিক রান করা হরমনপ্রীত কৌরের (৬৫) স্ট্রাইক রেট ২১৬।

৬. দুটি লিগেই প্রথম ম্যাচে জয়ী দল টস হেরে যায় এবং প্রথমে ব্যাটিং করে।

৭. আরসিবি টিম ৮২ রানে আউট হয়ে যায়। ম্যাচের টপ স্কোরার ব্রেন্ডন ম্যাকালামের মোট রানের থেকে কম। একই ঘটনা শনিবার ঘটেছে ডব্লিউপিএলের মঞ্চেও। হরমনপ্রীত কৌরের ব্যক্তিগত রান ৬৫। অন্যদিকে গুজরাট টিম ৬৪ রানে গুটিয়ে যায়।

Next Article