মুম্বই: ম্য়াচটা হতে পারতো জাতীয় দলের দুই ওপেনারের লড়াই। অ্যালিসা হিলি এবং বেথ মুনি। সেই সম্ভাবনা ক্ষীণ। আগের রাতেই ম্যাচ খেলেছে গুজরাট জায়ান্টস। আজ ফের নামছে তারা। প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স। ইউপির অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি খেলবেন এটুকু নিশ্চিত। বেথ মুনিকে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। মাঠে নামার আগেই কিছুটা যেন অ্যাডভান্টেজ ইউপি ওয়ারিয়র্স। তাদের দলের ভারসাম্য়ও বেশি। পেস বোলিং বিভাগে শবনিম ইসমাইল, তাহিলা ম্য়াকগ্রার মতো দুই পেসার রয়েছেন। তাহিলাকে শুধুমাত্র বোলার বললে ভুল হবে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। অ্যালিসা হিলির সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ওপেনার শ্বেতা শেরাওয়াতকে। রয়েছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার সোফি এক্লেস্টন, রাজেশ্বরী গায়কোয়াড়রা। দলে অলরাউন্ডার অনেক। বিকল্পও। সহ অধিনায়ক দীপ্তি শর্মা ব্য়াটিং-বোলিং দু-ক্ষেত্রেই যে কোনও পজিশনে ব্য়াট করতে পারেন, বোলিংয়ের দিক থেকেও তাই। উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টেসর ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
বেথ মুনি খেলতে না পারলে এই ম্যাচে নেতৃত্ব দেবেন স্নেহ রানা। গুজরাট জায়ান্টসের সহ-অধিনায়ক তিনি। প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল লক্ষ্য় তাড়া করতে নামে গুজরাট জায়ান্টস। রান তাড়ায় অধিনায়ক বেথ মুনি প্রথম ওভারেই কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন। তিনি ব্য়াট হাতে নামতে পারেননি। আশঙ্কা করা হচ্ছে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধেও খেলতে পারবেন না বেথ মুনি। সেক্ষেত্রে বেশ কিছু অদল-বদল করতে পারবে। স্নেহ রানা নেতৃত্ব দিলে একটা দিক না হয় পূরণ হল। বেথ মুনি উইকেটকিপিংও করছেন। তিনি না খেললে উইকেটকিপার সুষমা ভার্মাকে একাদশে অন্তর্ভূক্ত করতে হবে। সেক্ষেত্রে বোলিং লাইন আপেও বদল করতে হবে। ব্য়াটিংয়ের ফাঁক পূরণ করতে সোফিয়া ডাঙ্কলিকে খেলানো হতে পারে।
প্রথম ম্য়াচে ১৪৩ রানের বিশাল ব্য়বধানে হার, অধিনায়কের চোট। সব মিলিয়ে শুরুতেই বেসামাল গুজরাট জায়ান্টস। সহ অধিনায়ক স্নেহ রানার জন্য় কাজ কতটা কঠিন হল? স্নেহ বলছেন, ‘এটা সবে মাত্র টুর্নামেন্টের শুরু। কেউ কেউ দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। অনেকের একটু সময় লাগে। আমাদের কাছে এই ম্য়াচটা শিক্ষনীয় ছিল। আমরা দ্রুত প্রত্য়াবর্তন করব। মুনিকে পাওয়া যাবে কী না ফিজিও বলতে পারবে।’ যদি তাঁকে নেতৃত্ব দিতে হয় তা হলে? স্নেহ বলছেন, ‘এটা আমার কাছে দারুণ সুযোগ হতে পারে। আমি দলের থেকে চাইব, একই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। দলের সকলকে বলব, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে মাথা উঁচু করো। আমরা ভালো পারফর্ম করব।’