Steve Smith-Pat Cummins: স্মিথ না কামিন্স, আমেদাবাদে চতুর্থ টেস্টে অজিদের ক্যাপ্টেন কে?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 05, 2023 | 10:41 AM

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দেয় অজিরা। ওই টেস্টে কামিন্সের পরিবর্তে নেতৃত্ব দেন প্রাক্তন অধিনায়ক স্মিথ।

Steve Smith-Pat Cummins: স্মিথ না কামিন্স, আমেদাবাদে চতুর্থ টেস্টে অজিদের ক্যাপ্টেন কে?

Follow Us

আমেদাবাদ: স্টিভ স্মিথের নেতৃত্বে ভারতের মাটিতে ছয়বছর পর টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে বর্ডার-গাভাসকর সিরিজের (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দেয় অজিরা। ওই টেস্টে কামিন্সের (Pat Cummins) পরিবর্তে নেতৃত্ব দেন প্রাক্তন অধিনায়ক স্মিথ। কামিন্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছিলেন সেদেশেরই প্রাক্তনরা। সমালোচনার মাঝেই মায়ের শারীরিক অসুস্থতার জেরে অস্ট্রেলিয়া ফিরে যান তিনি। এদিকে স্মিথের বুদ্ধিমত্তায় ইন্দোর টেস্ট জিতে যাওয়ায় স্মিথের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা। নেতা বদল হতেই ম্যাজিকের মতো কাজ হয়েছে। তাহলে কি আমেদাবাদেও স্মিথ (Steve Smith) নেতৃত্ব দেবেন? নাকি সিরিজের চতুর্থ টেস্টের জন্য ভারতে ফিরবেন কামিন্স? বিস্তারিত তুলে ধরল TV9 Bangla

ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে জয় পাওয়ার থেকেও অজি শিবিরে ফাইনাল নিশ্চিত হওয়ায় খুশি বেশি। সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে যাওয়ায় বর্ডার-গাভাসকর সিরিজ জয়ের সুযোগ আর তাদের কাছে নেই। আমেদাবাদে চতুর্থ টেস্টে ভারতকে হারাতে পারলে সিরিজ ড্র হবে। তবে ভারতের জন্য আমেদাবাদ টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে হলে আমেদাবাদে জিততেই হবে ভারতকে। ভারতীয় দলের মতো শক্তিশালী টিমকে ফাইনালে মোটেও চাইবে না অস্ট্রেলিয়া। তাই রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে আমেদাবাদে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নে কাঁটা বিছিয়ে দিতে তৈরি ব্যাগিগ্রিনরা। শেষ টেস্টে প্যাট কামিন্স নাকি স্মিথ, কে নেতৃত্ব দেবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কামিন্স এখনও ভারতে ফেরেননি। তবে দলের সঙ্গে ভীষণভাবে যুক্ত রয়েছেন। চতুর্থ টেস্ট শুরু হতে এখনও হাতে কয়েকটা দিন সময় রয়েছে। তার আগে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া।

৯ মার্চ থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। অর্থাৎ হাতে চারদিনেরও কম সময়। এই সময়ের মধ্যে কামিন্স ফিরতে পারবেন বলে আশা রাখছেন না অস্ট্রেলিয়া সমর্থকরা। তেমনটা হলে স্মিথ আরও একটি টেস্টে নেতৃত্ব দিতে পারেন। ২০১৮ সাল পর্যন্ত অজিদের নিয়মিত অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন্সি সামলেছেন স্মিথ। বল বিকৃতি কাণ্ডের পর নেতৃত্ব হারান তিনি। যদিও ২০২১ সালে কামিন্সকে যখন টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় তখন স্মিথকে সহ-অধিনায়ক করা হয়েছিল। বর্তমানে কামিন্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কী ফের একবার ব্যাগিগ্রিনদের দায়িত্ব যেতে পারে স্মিথের হাতে? ইন্দোর টেস্ট জিতিয়ে প্রশংসা পেলেও ক্যাপ্টেন্সি নিয়ে কোনও মোহ নেই স্মিথের। দলের প্রয়োজনে নেতৃত্ব দিতেই পারেন। কিন্তু ফের একবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার মনোবাসনা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন স্মিথ।

Next Article