কলকাতা: রচিন রবীন্দ্রর (Rachin Ravindra) নাম শুনেছেন? নামটা একটু অদ্ভুত লাগছে? তা হলে বলে রাখি, ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নাম মিলিয়ে রাখা হয়েছিল তাঁর নাম রচিন। সেই ছেলেই এখন নিউজিল্যান্ডের (New Zealand) টেস্ট টিমে ঢুকে পড়েছেন। এখনও আন্তর্জাতিক অভিষেক না হলেও ভারতীয় বংশোদ্ভুত (Indian origin) ক্রিকেটারের প্রতিভায় উচ্ছ্বসিত অনেকেই। তাই বিরাট কোহলিরদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) টিমে জায়গা করে নিয়েছেন রচিন।
১৯৯০ সালে সফ্টওয়ার ইঞ্জিনিয়ার রবি কৃষ্ণমূর্তি বেঙ্গালুরু থেকে পাকাপাকি চলে যান নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। সেখানেই হাট হকস ক্লাবও খোলেন। ওই ক্লাবের হয়ে ভারত সফরে আসতেন জিমি নিস্যাম, টম ব্লান্ডেলের মতো নিউজিল্যান্ডের জুনিয়র ক্রিকেটাররা। ওই সফরগুলোয় নিয়মিত মুখ ছিলেন রচিনও। ২১ বছরের বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘প্রতি শীতে ওয়েলিংটন থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে চলে আসতাম। ওখানেই ট্রেনিং নিতাম। ম্যাচ খেলতাম।’
Rachin Ravindra has settled into life in the @BLACKCAPS camp with ease, despite his ‘rookie status’ ?? pic.twitter.com/N7dHdYS1Hj
— ICC (@ICC) May 20, 2021
অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাকাডেমির কোচ খাতিব সৈয়দ সাহাবুদ্দিনের কোচিংয়েই বেড়ে ওঠা রচিনের। তিনিও ছাত্রের প্রতিভায় মুগ্ধ। বলেছেন, ‘গত চার বছর ধরে এখানে ও নিয়মিত আসছে ট্রেনিং নিতে। দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান। তাগিদ আর দায়বদ্ধতা দুই-ই আছে ওর মধ্যে। বাঁ হাতি অলরাউন্ডার হিসেবে দ্রুত মেলে ধরবে নিজেকে, আমার বিশ্বাস।’
What’s young @cricketwgtninc star Rachin Ravindra looking forward to about being in the same squad as Kane Williamson for the first time? #ENGvNZ pic.twitter.com/Hbe38KtIOd
— BLACKCAPS (@BLACKCAPS) May 19, 2021
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলে গিয়েছেন রচিন। ঘরোয়া ক্রিকেটেও প্রচুর রান করেছেন। উইকেটও পেয়েছেন। যে কারণে রচিন জায়গা করে নিয়েছেন সিনিয়র টেস্ট টিমে। বিরাট কোহলিদের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেন উইলিয়ামসনের টিমের লুকনো তাস হতে পারেন তিনি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন মিলখা সিং