নয়াদিল্লি: আপাতত এশিয়া কাপেই (Asia Cup 2023) যত ফোকাস ভারতীয় টিমের। বিশ্বকাপের (World Cup 2023) আগে মিডল অর্ডার সাজিয়ে নিতে হবে। ৪ ও ৫ নম্বর জায়গায় কারা ভরসা দিতে পারবেন, তাও দেখে নিতে চায় টিম ম্য়ানেজমেন্ট। এশিয়া কাপের জন্য সোমবারই ঘোষণা করে দেওয়া হয়েছে দল। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকেই। চোট থাকা সত্ত্বেও লোকেশ রাহুল (KL Rahul) টিমে জায়গা পেয়েছেন। এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে তিনি নাও খেলতে পারেন। শ্রেয়স আইয়ার চোট থেকে বেরিয়ে এলেও কতটা ফিট, লম্বা ম্যাচ খেলার ধকল নিতে পারবেন কিনা, তাও জানা নেই। সূর্যকুমার যাদব ওয়ান ডে-তে একেবারেই ফর্মে নেই। তাও কেন টিমে সুযোগ পেলেন, এ নিয়েও প্রশ্ন করছেন কেউ কেউ। তার মধ্যেই ভারতের বিশ্বকাপজয়ী টিমের এক সদস্য এশিয়া কাপের টিম নিয়ে তুলে দিলেন বিতর্ক। কে তিনি? TV9Bangla Sports এই প্রতিবেদনে তুলে ধরল।
এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়েছে। ব্যাকআপ কিপার হিসেবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। মদন লালের মতো প্রাক্তন স্পষ্ট বলছেন, ‘মোটামুটি আমরা যে টিম প্রত্যাশা করছিলাম, এই দল অনেকটা সেই রকম। চিন্তার জায়গাটা হল ফিটনেস নিয়ে। রাহুল, শ্রেয়স কিন্তু অনেক দিন ম্য়াচ খেলেনি। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সরাসরি খেলা কিন্তু অন্য ব্যাপার। অনেক চাপ থাকবে। ১০০ শতাংশের বেশি ফিটনেস দরকার। আশা করি ওরা ফিট। তবে টিমে চাহাল, অশ্বিনদের না দেখে কিন্তু আমি অবাক হচয়ে গিয়েছি।’
গত মরসুমে আরসিবির বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাহুল। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। এশিয়া কাপের টিম ঘোষণার সময় জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর কিন্তু বলেছেন, রাহুল এখনও পুরোপুরি চোটমুক্ত নন। সুস্থ হতে সময় লাগবে তাঁর। সে ক্ষেত্রে হয়তো এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচ খেলতে পারবেন না। শ্রেয়স আইয়ারও চোটের মধ্যে রয়েছে দীর্ঘদিন। পিঠের চোটের কারণে বিশ্ব টেস্ট ফাইনালেও খেলতে পারেননি। পরের সিরিজগুলোতেও দেখা যায়নি তাঁকে। বলা হচ্ছে, এনসিএ-তে তিনি প্র্যাক্টিস ওয়ান ডে ম্যাচ খেলেছেন বেশ কয়েকটা। সেখানে তাঁর ফিটনেস দেখে সন্তুষ্ট ফিজিও, ট্রেনাররা। এই দু’জন যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে পারেন, পারফর্ম করতে পারেন, তা হলে সমস্যা নেই। যদি না পারেন, তার জন্য ভুগতে হয় টিমকে, তা হলে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে।